কেন প্রথম প্রেমকে ভোলা সহজ নয়?
- ওমেন্স কর্নার
- আগস্ট ৩১, ২০২৪
প্রথম প্রেমের স্মৃতি সহজে ভোলা যায় না। এই কথা কম বেশি সবাই জানেন। কেউ কেউ প্রথম প্রেমিক বা প্রেমিকার সঙ্গে সারা জীবন কাটান। আবার অনেকের ভাগ্যে সেই সুখ থাকে না। বেশ কয়েক বছর একসঙ্গে থাকার পরে তাঁদের রাস্তা আলাদা হয়ে যায়। কিন্তু একে অপরের সঙ্গে না থাকলেও স্মৃতির সঙ্গে ‘আড়ি’ করতে পারেন না অধিকাংশই। অনেক বছর পরেও পড়ন্ত বিকেলে হঠাৎই প্রথম ভালোবাসার স্মৃতি ফিরে আসে। কিন্তু কেন এরকম হয়, তা কি জানেন? এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে চার জন শোনালেন নিজেদের অভিজ্ঞতা।
‘ভুলতে চাইলেও ভোলা যায় না’
'প্রথম প্রেমিকার সঙ্গে যোগাযোগ নেই আজ প্রায় ১০ বছর হয়ে গেল। কিন্তু মাঝেমাঝে ওর কথা মনে পড়ে। না, ওর জন্য বিশেষ কোনও অনুভূতি আমার নেই। কিন্তু স্মৃতি মনে পড়লে বেশ ভালোই লাগে। অনেক দুঃখ, দুশ্চিন্তা মুহূর্তে দূর হয়ে যায়। জানি না, ও আজ কেমন আছে। আমি তো পরিবারকে নিয়ে ভালোই আছি। কিন্তু ওকে আজও ভুলতে পারিনি। আমার স্ত্রীও ওর কথা জানে। তবে সেই নিয়ে আমাদের কোনও সমস্যা হয়নি।'
প্রত্যয়, ৩২
‘একসঙ্গেই আছি কিংবা নেই’
'কলেজে পড়ার সময়ে আমাদের প্রথম আলাপ। ওকে খুবই ভালোবাসতাম। কিন্তু কোনওদিন বলতে পারিনি। আমরা খুব ভালো বন্ধু ছিলাম ঠিকই, কিন্তু প্রেমিক-প্রেমিকা নয়! তাতে আমার কিছু যায় আসত না। ওর প্রতি ভালোবাসায় কমেনি এই কারণে। এরপরে অনেক বছর পেরিয়ে গিয়েছে। আজও আমি ওকে খুব ভালোবাসি। আমরা হয়তো একসঙ্গে নেই। কিন্তু মনে মনে আমি ওর সঙ্গেই রয়েছি। আমার প্রথম প্রেমই আমার জীবনের সবটুকু জুড়ে রয়েছে।'
আকাশ, ২৯
আরো পড়ুন:
ঝগড়ার সময় শান্ত থাকতে পারেন না? জেনে নিন ৫ উপায়
নব বিবাহিতরা যে ৩ বিষয় মেনে চলবেন
অফিস ও সংসার সামলে সন্তানকে সময় দেবেন যেভাবে
সন্তানের সঙ্গে বাবার বন্ধন দৃঢ় করার উপায় জানুন
‘ভুলেই গিয়েছিলাম, কিন্তু…’
'স্কুলে পড়ার সময়ে এক সহপাঠীকে খুব ভালো লাগত। হয়তো সেও আমাকে মনে মনে পছন্দ করত। তবে তার সঙ্গে সম্পর্ক গড়ে ওঠেনি কোনওদিন। স্কুলের গণ্ডি পেরিয়ে ধীরে ধীরে আমাদের মধ্যে যোগাযোগ কমতে শুরু করে। এক সময়ে কথাবার্তা প্রায় বন্ধ হয়ে যায়। ওকে ভুলেই গিয়েছিলাম। হঠাৎ একদিন শুনলাম, আমার পছন্দের মানুষটি সেদিন ভোরে দুর্ঘটনায় মারা গিয়েছে। মানতে পারিনি। স্নানঘরে শাওয়ারের নিচে দাঁড়িয়ে অনেকক্ষণ কাঁদলাম। মনে হল, ওকে আসলে ভুলিনি। প্রথম প্রেমকে ভোলা যায় না।'
স্নেহা, ২৭
‘কে জানে আবার কবে দেখা হবে’
'স্কুলের প্রেম আমাদের। কয়েক বছর বেশ ভালোই কেটেছিল। কিন্তু বড় হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের চিন্তাভাবনা বদলাতে শুরু করে। তাই এক সময়ে আমরা আলাদা হয়ে যাই। তবে আজও ওকে মিস করি। কিন্তু একসঙ্গে থাকতে চাই না। আর তাতে সত্যিই আমাদের জীবনে কোনও সমস্যা নেই। হয়তো কখনও চলার পথে আবার আমাদের দেখা হবে, কিংবা হবে না। ক্ষতি নেই, এটাই ভালো।'
বিনোদ, ২৫