মাসের শেষ দিনগুলোতে টাকার টানাটানি থেকে বাঁচতে যা করবেন

  • ওমেন্স কর্নার
  • সেপ্টেম্বর ১০, ২০২৪

অনেকের ক্ষেত্রেই এমন হয় মাসের শেষ দিকের দিনগুলোতে হাতে টাকা থাকে না। বেতনের টাকা এক দিক দিয়ে অ্যাকাউন্টে ঢুকে অন্য দিক দিয়ে খরচ হয়। এ কারণে মাসের শেষে পড়তে হয় টানাটানিতে, ধার করেও চলতে হয় অনেককে।

এই অবস্থা থেকে রেহাই পেতে মানতে হবে কিছু নিয়ম:

১. প্রয়োজন ছাড়া বাইরের খাবার এড়িয়ে চলুন: মোবাইলের একটি স্পর্শেই রেস্টুরেন্ট থেকে বাড়ির দরজায় হাজির হয়ে যায় মনের মতো খাবার। আর সেই খাবার রোজ রোজ অর্ডার করতে গিয়েই খরচ বেড়ে যায় অনেকখানি। তার উপর মাঝেমধ্যেই থাকে নানা রকম ছাড়ের প্রলোভন। মাসে কয়েকটি দিন নির্দিষ্ট করুন বাইরের খাবারের জন্য। অতিথি এলেও বাইরের থেকে খাবার আনার বদলে বাড়িতেই খাবার বানিয়ে ফেলার চেষ্টা করুন। খরচ কমাতে এই পদ্ধতি কিন্তু বেশ কাজের।

২. অতিরিক্ত বাজার করার অভ্যাস ছাড়ুন: বিভিন্ন সংস্থা বিভিন্ন সামগ্রী বিক্রি করার জন্য হরেক রকমের ছাড় দিয়ে থাকে। কিন্তু এই ধরনের ছাড়ের ফাঁদে পা দেয়া চলবে না একেবারেই। অনলাইন কেনাকাটার যুগে নিত্যনতুন ছাড়ের টান উপেক্ষা করা সহজ নয়। কিন্তু এই ধরনের কেনাকাটা অভ্যাসে পরিণত হয়ে গেলে নিজেকে নিযন্ত্রণ করা হয়ে ওঠে কঠিন। তা ছাড়া ছাড়ের লোভে আমরা এমন কিছু জিনিস কিনেও ফেলি, যা কিন্তু আদৌ আমাদের প্রয়োজন নয়।

আরো পড়ুন:
চাবি হারিয়ে গেলে যেভাবে তালা খুলবেন!
কম খরচেই মনের মতো করে সাজান বারান্দা
জানুন সিলিং ফ্যানের যত্নে ৬ টিপস
মশা তাড়ানোর ৫ প্রাকৃতিক উপায় জেনে নিন 

৩. ক্রেডিট কার্ড ব্যবহার কমিয়ে দিন: ক্রেডিট কার্ড অনেকের কাছেই অতি প্রয়োজনীয় একটি বস্তু। কিন্তু প্রয়োজন ছাড়া এই কার্ড ব্যবহার করা অভ্যাস খারাপ করে দিতে পারে। ক্রেডিট কার্ড যত কম ব্যবহার করা যায় ততই ভাল। এটি প্রয়োজনের জিনিস হলেও ক্রেডিট কার্ডের বদলে সরাসরি টাকা খরচ করে কিছু কিনলে খামখেয়ালি কেনাকাটা কিছুটা হলেও কমে।

৪. ভ্রমণ হোক পরিকল্পনামাফিক: বেড়াতে যাওয়া মানেই খরচ। কিন্তু তাই বলে ভ্রমণকে উপেক্ষা করা বাঙালির পক্ষে অসম্ভব। তা ছাড়া জীবনের একঘেয়েমি দূর করতে ভ্রমণের প্রয়োজনও রয়েছে। বরং বেড়াতে যাওয়ার আগে বুদ্ধি করে পরিকল্পনা করুন। যারা বেড়াতে যেতে ভালবাসেন, তারা একটানা খরচসাপেক্ষ ভ্রমণ না করে কাছাকাছি ঘুরে আসার চেষ্টা করতে পারেন। এতে টাকাও বাঁচবে, আবার কাটবে একঘেয়েমির সমস্যাও।

৫. মোবাইলের হরেক রকম অ্যাপ ব্যবহার নয়: বিনোদনমূলক অনলাইন মাধ্যমগুলোর মোহ থেকে বেরিয়ে আসুন। একাধিক ওটিটি প্ল্যাটফর্মে ওয়েব সিরিজ় দেখার বদলে চেষ্টা করুন সেই সময়টা বন্ধু কিংবা আত্মীয়দের সঙ্গে ভাগ করে নিতে। যেগুলো সচরাচর দেখা হয় না, সেই ওটিটিগুলোতে আর টাকা না দিয়ে সাময়িক ভাবে বন্ধ করে দিন। এমন অনেক অ্যাপ থাকে, যেগুলো সাবস্ক্রিপশন নিলেও খুব বেশি ব্যবহার করা হয় না, সবার আগে সেই অ্যাপগুলোকে ফোন থেকে ডিলিট করুন। অ্যাপের পিছনে বুঝেশুনে খরচ করুন।

সূত্র: চ্যানেল অনলাইন 

এ সম্পর্কিত আরও পোস্ট

Leave a Comment