উইল ইউ প্লিজ এক্সকিউজ মেয়েদের দোষ ?
- ফারজানা আক্তার
- ডিসেম্বর ১০, ২০১৭
অনেকেই বলে সংসারে মেয়ে না থাকলে নাকি সংসার পরিপূর্ন হয় না। কথাটা কিন্তু ভুল নয় ! যেমন: প্রতিটা মেয়ের বিয়ের পর তার বাবার সংসার খালি হয়ে যায়, এবং স্বামীর সংসার পরিপূর্ন হয়ে যায়। তুমি হয়তো শুনে থাকবে বাবা যখন মেয়েকে বিদায় দেয় তখন বলবে, "আজ থেকে আমার ঘর খালি হয়ে গেলো"। আর স্বামীর সংসারে পা রাখার পর স্বামী বলে, "আজ আমার ঘর সম্পূর্ণ হলো"।
এই সংসার সম্পূর্ণ করা মেয়েগুলো আজ স্বাবলম্বী হতে চায়। এই চাওয়ার মাঝে ভুল কি রয়েছে ? মেয়েরা বাবার রাজকন্যা আর স্বামীর ঘরের লক্ষী, সাথে সে যদি তার নিজের একটা আইডেন্টিটি তৈরী করতে পারে তাতে দোষ কোথায় ? ঘর - বাহির দুইটাই সমান তালে ব্যালান্স করার ক্ষমতা একটা মেয়ের রয়েছে। মেয়েটার এই চাওয়াটাকে অবজ্ঞা হাসি দিয়ে উড়িয়ে না দিয়ে , সাপোর্ট দিয়ে দেখো , দেখবে তোমার স্বপ্নটাও কয়েকগুন বেশি রঙ্গিন হয়ে গেছে ।
একটা মেয়ে স্বাবলম্বী হতে চায় তাই কিছু কিছু ছেলে অনেক ধরণের মজা নেয়। যেমন : বসে একদিন দেখলাম মেয়েদের সিটে ছেলেরা বসে আছে। কয়েকটা মেয়ে বাসে উঠার পর বললো সিট ছেড়ে দিতে। মেয়েদের সিটে বসা ছেলেগুলো বললো, "আপনারা না আমাদের সমান সমান আপু ! তাহলে বাসে আলাদা সুবিধা চাচ্চেন কেন ? " । শুধু বাসে না প্রতিটা ক্ষেত্রে মেয়েদের এখন এমন কথা শুনতে হচ্ছে। একজন মেয়ে তো একজন মেয়েই। ছেলেদের মতো ঝাঁপাঝাঁপি, ধাপাধাপি, ঘষাঘষি, মারামারি তো মেয়েরা সহ্য করতে পারে না। এক আপু চাকরি করে। আপু একদিন কোন একটি কাজে তার হাজব্যান্ডকে বলছে অফিসে একটু নামিয়ে দিতে। আপুর হাসব্যান্ডের উত্তর, "আমরা না দুইজন সমান সমান। আমি কি কখনো তোমাকে বলছি আমার অফিসে নামিয়ে দিতে ? তুমি তোমার মতো চলে যাও ইত্যাদি আরো কিছু বাঁকা তেরা কথা বলেছে । "
একজন মেয়ে স্বাবলম্বী হবে, সে তার প্রাপ্ত সম্মান চাইতেই পারে তাতে তাকে বাঁকা নজরে দেখার কি আছে ? আর কারা ছেলেদের সমান অধিকার চায় আমি জানি না। যেখানে সম্মান থাকবে সেখানে অধিকারের কথা কেন আসবে ? একটা মেয়ে ঘরের বাহিরে যতই ক্ষমতাবান হোক না কেন, ঘরের ভিতর সে কারো রাজকন্যা, কারো মা, কারো জীবনসাথী, কারো বোন, কারো ঘরের লক্ষী। অফিসে একজন মেয়ে হয়তো কারো বস, তার ওপরে রয়েছে আরো কয়েকজন বস। আর ঘরে সবাই সবার। সবার ওপরে খবরদারি করা মেয়েটাও দিন শেষে কোন এক মমতার আড়ালে ডুব মারতে চায়। এই ডুব মারতে চাওয়াটাও কোনো দোষের কিছু নয়। উইল ইউ প্লিজ এক্সকিউজ মেয়েদের দোষ ?
ছবি : গুগল