প্রেমের সম্পর্ক ভুলে থাকার কার্যকরী উপায়।
- কবিতা আক্তার
- ফেব্রুয়ারি ১২, ২০২০
প্রেম বিষয়টা দীর্ঘস্থায়ী হলেও পাশের মানুষটা দীর্ঘস্থায়ী হয়না। ভালোবাসা যেমন না বলে আসে তেমনি আবার না বলেই চলে যায়। মাঝখানে করে যায় অগোছালো, এলোমেলো। প্রিয় মানুষকে ভোলার কষ্ট নরকযন্ত্রণার মতো তবুও পৃথিবীর নিয়মে এগিয়ে যেতে হলে ভুলতে হবে। জানুন প্রিয় মানুষকে ভুলে থাকার কার্যকরী উপায়...
অনুপ্রেরণা খুঁজুনঃ জীবনে এমন কাউকে খুঁজে বের করুন, যার মতো আপনি হতে চান। এমন মানুষ খুঁজে বের করুন, যার আদর্শে নিজেকে গড়তে চান। এমন মানুষকে বেছে নিন, যাকে হাজারো প্রতিকূল অবস্থা, কষ্ট ব্যথা কিছুই দমাতে পারেনি। অনুপ্রেরণার সেই মানুষটার থেকে ইচ্ছাশক্তি অর্জন করুন।
নেশা খুঁজে বের করুনঃ প্রতিটা মানুষেরই আলাদা আলাদা বিষয়ের প্রতি ঝোঁক আছে। আপনি কোন বিষয়ে কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন তা খুঁজে বের করুন। কেউ লিখতে ভালোবাসে, কেউ গাইতে, কেউ আঁকতে। ভালোবাসার কাজ করলে মনের জোর বাড়ে।
নিজের যত্ন নিনঃ মন খারাপের সময় ঘরের কোণায় একা একা বসে থাকলে কষ্ট বাড়ে, হতাশা চারদিক থেকে আঁকড়ে ধরে। তাই নিজের যত্ন নিন। বন্ধুদের সাথে আড্ডা দিন, ঘুরতে যান।
পরিবারে সময় দেওয়ার চেষ্টা করুনঃ একটা বিষয় লক্ষ্য করবেন, কাছের মানুষদের কাছে থাকলে আপনি সহজেই কষ্ট ভুলে থাকতে পারেন। তাই এ সময় যথাসম্ভব পরিবারের মানুষের কাছাকাছি থাকুন, তাদের সময় দিন।
নিজেকে সময় দিনঃ অন্যকে সময় দিতে গিয়ে আমরা নিজেকে সময় দেওয়ার কথাই ভুলে যাই। নিজেকে সময় দিন মন ও শরীর শান্ত হওয়ার জন্য। নিজের ভেতরের আওয়াজ শুনুন। চোখ বন্ধ করে গভীর নিঃশ্বাস নিন, দেখবেন অনেক হালকা লাগছে।