টাকার পাহাড় গড়ার প্রতিযোগিতা নয়, প্রতিযোগিতা করুন মানুষ হওয়ার!
- কামরুন নাহার স্মৃতি
- জুন ২১, ২০২০
আজকাল গাড়ি-বাড়ি, টাকা-পয়সার পাহাড় গড়ার প্রতিযোগীতায় এতটাই লিপ্ত যে দিনশেষে আমরা ভুলেই যাই যে সবার আগে আমাদের মানুষ হওয়ার প্রতিযোগিতা করা প্রয়োজন।
টেলিভিশন খুললেই ধর্ষণ, পেপারে প্রতিনিয়ত খুন-অপহরনের যে চিত্র পাওয়া যায় তাতে খুব সহজেই বলা যায় আমাদের আগে মানুষ হওয়ার প্রতিযোগীতায় নামা দরকার।
জন্মের পর বাচ্চাদের আমরা এটা শেখাই টাকা ছাড়া এই পৃথিবীতে কেউ কাউকে মূল্যায়ন করেনা অথচ আমরা একবারও এটা শেখাই না যে প্রথমে মানুষ হও তারপর অর্থবিত্ত! এসবের মাঝে বাচ্চা অর্থকেই চিনে থাকে, মনুষ্যত্বের বিকাশ আর হয়ে ওঠে না। একসময় এই সন্তানের জন্য আপনাকে মাথা নিচু করতে হয় সমাজের সামনে।
নসন্তাকে টাকার পাহাড় গড়ার আগে মানুষ হিসেবে গড়ার চেষ্টা করুন।
বৃদ্ধাশ্রমে এক বৃদ্ধা মহিলার কান্নাজড়িত কন্ঠ দেখে খুব সহজেই অনুমান করা যায়, সন্তান টাকার পাহাড় হলে বাবা-মাকে কীভাবে শেষ বয়সে আশ্রয় নিতে হয় বৃদ্ধাশ্রমে। অথচ দিন এনে দিন খাওয়া মানুষগুলো অনেক যত্নে বয়স্ক বাবা-মা'কে আগলে রেখেছে।
মনুষ্যত্বের বিকাশ হতে দিন আপনার সন্তানের। সন্তানকে অন্যের উপকার করার সৎসাহসটুকু দিন। দেখবেন একদিন সন্তান আপনার সম্মান কয়েকগুণ বাড়িয়ে দেবে।