`ব্যাক্তিগত আমি`
- সুমনা বাগচী
- ফেব্রুয়ারি ২৭, ২০২১
ব্যাক্তিগত আমির মধ্যে এক গভীর অনুভূতি আছে। কোনো দিন মন দিয়ে শুনেছেন, এই ব্যাক্তিগত আমি কে? জানি শোনা হয় না আমার আমি কে। আসলে খুব সত্যি কথা হলো,চলমান জীবন যাত্রায় কোথাও আমরা হারিয়ে যাই রঙ মাখানো ভীড়ের মধ্যে। হারিয়ে যায় নিজের সত্তা, অনুভূতি আর আমার আমি কে। আজ সোস্যাল মিডিয়া মাধ্যম আমাদের কাছে রোজকার দিনের মতোই জীবনের সাথে জড়িয়ে আছে। সোশ্যাল মিডিয়া খুললেই চোখে পড়ে রঙিন স্বপ্নের আনাগোনা।ভালোবাসা, ব্যর্থতা, প্রেম, রাগ, সব কিছুই চোখের সামনে।
আমরা মনুষ্য জাতি বিচার বিবেচনা করতে বেশ পছন্দ করি। তাই চোখের সামনে ভেসে ওঠা রঙিন দুনিয়া কে বাস্তব ভাবতে শুরু করি। কোথাও নিজের ভালো আর নিজেকে ভালো রাখার একটা কম্পিটিশন এ দাড়িয়ে যাই। সেজে গুজে, রেস্তোরা, শপিং মল থেকে শুরু করে, কেনা কাটা সোনার গহনা সব কিছুই মিডিয়া তে প্রকাশ করে দি। কিন্তু বুঝতে পারি না হাজার চোখের মাঝে কোথাও আমার আমি হারিয়ে যাচ্ছে। এখানে অবশ্যই উল্লেখ করবো, নিজের ছবি পোস্ট করা কোনো ভুল নয়। কিন্তু সমস্যা সেখানেই হয় যখন একটা কম্পিটিশন চলে আসে।
আরো পড়ুনঃ স্মার্ট ফোন চার্জিং এর পাঁচটি ভুল ধারণা ও সঠিক তথ্য
নিজেকে ভালো দেখানোর রেস শুরু হয়। একটু ভেবে দেখবেন,কোথাও এতটাও নিজেকে সবার সামনে মেলে দেওয়া প্রাসঙ্গিক কিনা। আসলে খুব সত্যি কথা হলো, ছবি সব কথা বলে না। যে ছবি আমরা দেখি বা দেখাই তার ভিতরে কিছু যন্ত্রণা আছে যা অপ্রকাশিত। তাই এই ঠিক ভুলের মাঝেই নিজেকে হারিয়ে ফেলি নানান প্রশ্নের মাঝে। কখনো নানান প্রশ্নের বাণ আমাদের বিদ্ধ করে, যন্ত্রণা দেয়, ভাবায়। আসলে একটা কথা মনে রাখবেন মানুষ ভিন্ন তাই তার অনুভূতিও ভিন্ন।সেক্ষেত্রে সকলে সব কিছু গ্রহণ করতে পারে না।
সোশ্যাল মিডিয়া তে নিজেকে প্রকাশ করার আগে ভাববেন। কারণ আপনার ব্যাক্তিগত আমি কে সকল কে জানানোর মনে হয় প্রয়োজন নেই। তাই না? সোশ্যাল মিডিয়ার বেশ অজানা হাত ছানি, সুন্দর কমেন্ট সব কিছুই আমাদের বেশ সুন্দর অনুভূতি দেয়। কিন্তু সেই কমেন্টের আড়ালে এমন কিছু অভিলিপ্সা থাকে যা আমাদের বোঝার বাইরে। আজকাল সর্বত্র আমরা খবরের কাগজ কিংবা খবরের চ্যানেলে অনেক ঘটনা দেখি।
আরো পড়ুনঃ জেনে নিন গ্লিসারিনের ব্যবহার সিল্কি চুল পেতে!
কোথাও সাইবার ক্রাইম এখন ভাবনা চিন্তার বাইরে চলে গেছে। মহিলাদের , শিশুদের ছবি নিয়ে এক অজানা অন্ধকার জগতের প্রকাশ পাচ্ছে। মনে রাখুন, সাবধান হোন আর অবশ্যই আপনাদের কাছের মানুষ ও সন্তানদের সাবধান করুন। কারণ, ব্যাক্তিগত আমি কে সবার সামনে প্রকাশের প্রয়োজন নেই। কারণ মনে রাখবেন,আপনার দুর্বলতার সুযোগ নিয়ে আপনাকেই বিপদে ফেলতে পারে এই রঙিন জগৎ।
ভেবে দেখবেন বন্ধুরা...