প্যারানয়েড পার্সোনালিটি ডিসঅর্ডারের লক্ষণগুলো কী ?
- ফারজানা আক্তার
- মে ১৮, ২০২১
পার্সোনালিটি ডিসঅর্ডার বা ব্যক্তিত্বের ব্যাধির কিছু ক্যাটাগরি রয়েছে। তার মধ্যে একটি হলো প্যারানয়েড পার্সোনালিটি ডিসঅর্ডার ( Paranoid personality disorder ).
প্যারানয়েড পার্সোনালিটি ডিসঅর্ডারের ( Paranoid personality disorder ) লক্ষণগুলো হলো :
- কোন কারণ ছাড়াই অন্যকে সন্দেহ করা। গণহারে সবাইকে অবিশ্বাস করা।
- সবসময় মনে হতে থাকে কেউ তাদের ক্ষতি করার চেষ্টা করছে অথবা তাদের চেনাজানা মানুষেরা তাদের সাথে প্রতারণা করছে।
- কেউ বেশি অনুগত থাকলে তার আনুগত্য এবং বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা।
- অন্যের সাথে নিজের বিষয়ে কিছু শেয়ার করতে দ্বিধাবোধ করে কারণ তাদের সবসময় মনে হয় তাদের বিষয়ে অন্যরা সারাক্ষণ গল্পগুজব করছে।
- স্বাভাবিক মতামত বা মন্তব্যকে নিজের ব্যক্তিগত অপমান হিসেবে ধরে নেওয়া।
আরো পড়ুন : হে নারী! মনের দাসত্ব থেকে বের হয়ে আত্মনির্ভরশীল হয়ে উঠুন
- সকল বিষয়ে বিপরীতমুখী রিএকশন দেখানো।
- মনের মধ্যে হিংসা পুষে রাখা।
- প্রেমিক / প্রেমিকা বা স্বামী / স্ত্ৰী সম্পর্কে তাদের ধারণা এরা ঠক এবং প্রতারক। সবসময় তাদের সাথে প্রতারণা করে।