জন্মের প্রথম বছরে শিশুর মেধা বিকাশে বাবা-মায়ের জন্য টিপস
- কামরুন নাহার স্মৃতি
- জুন ২৭, ২০২১
শিশুর জন্মের পর থেকে প্রথম কিছু বছর তার শারীরিক ও মানসিক বিকাশের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই কিছু বছরের কার্যকলাপের উপরে শিশুর পরবর্তী জীবনের বুদ্ধিমত্তা নির্ধারণ করে।
অনেকে হয়তো মনে করতে পারেন এ সময় শিশুর মেধা বিকাশের জন্য তেমন কোন কিছুরই প্রয়োজন নেই। কিন্তু এই অবহেলায় শিশুর পরবর্তী জীবনের জন্য মানসিক সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে।
আরো পড়ুনঃ রান্নাঘর পরিষ্কার করার সহজ কিছু উপায়
তাই শিশুর প্রথম বছরে বাবা-মা তার বিকাশে অবদান রাখতে পারেন এমন ৬ টি টিপস জেনে নিন...
১. শিশুর সাথে প্রতিদিন অনেকটা সময় জুড়ে বারবার কথা বলা, গল্প করা। শিশুর চোখের দিকে তাকিয়ে কথা বলা।
২. শিশুকে বিভিন্ন রকমের গল্পের বই পড়ে শোনান, ছড়া পড়ে শোনান।
আরো পড়ুনঃ জেনে নিন কিছু খাবারের নাম যারা ফ্যাট কিন্তু স্বাস্থ্যকর !
৩. শিশুর নাম ধরে বারবার ডাকা। তাকে বিভিন্ন সাধারণ কথা শেখান এতে শিশু মূল ব্যবহৃত শব্দ গুলো সহজে ও দ্রুত আয়ত্ত করতে পারবে।
৪. যদি দেখা যায় যে আপনার সন্তান কোন নির্দিষ্ট বিষয় বারবার আনন্দিত হচ্ছে কিংবা নিজের উৎফুল্লতা প্রকাশ করছে তবে শিশুর সঙ্গে সেই কথাই বারবার বলুন।
যেমন- অনেকসময় শিশুরা নির্দিষ্ট কোনো খেলনা, কোন মিউজিক বা কোন নির্দিষ্ট ব্যক্তি দেখলে আনন্দ পায়। এর প্রক্রিয়া যাতে সব সময় আপনার সন্তানের সাথে ঘটে সেদিকে নজর দিন।
আরো পড়ুনঃ সিজারিয়ান হওয়ার পর পেটের মেদ কমানোর কিছু উপায়
৫. আপনার সন্তান কি বলতে চাচ্ছে বা কি বোঝাতে চাচ্ছে তা যথেষ্ট সময় নিয়ে ও ধৈর্য নিয়ে বুঝতে চেষ্টা করুন। তার ব্যাপারটি বুঝতে পারছেন না বলে অযথা রাগ করবেন না বা ধৈর্য হারাবেন না। এতে শিশুর মানসিক সমস্যা তৈরি হতে পারে।
৬. শিশুর চোখের সামনে সবকিছু রঙিন রাখতে চেষ্টা করুন। রঙিন কাগজ, রঙিন খেলনা, এসব শিশুর মেধার বিকাশ ঘটাতে সাহায্য করে।
আরো পড়ুনঃ ঘরোয়া উপায়ে স্তন ক্যান্সারের ঝুঁকি কমান