আপনি কি আইএসটিজে ( ISTJ ) ব্যক্তিত্বের অধিকারী ?
- ফারজানা আক্তার
- জুলাই ১৬, ২০২১
( Introversion, Sensing, Thinking, Judgment) এই চারটি শব্দের সংক্ষিপ্ত রূপ হচ্ছে আইএসটিজে ( ISTJ ) । এই ব্যক্তিত্বের অধিকারী ব্যক্তিরা সাধারণত রাশভারী, বাস্তববাদী এবং শান্তশিষ্ট হয়ে থাকেন। তারা তাদের জীবনের সকল কাজ যেমন ঘরের কাজ, অফিসের প্রজেক্ট গুছিয়ে করতে পছন্দ করেন। এরা বিশ্বস্ততাকে বেশ মূল্যায়ন করেন।
মিলিয়ে দেখুন আপনার মাঝে এই বৈশিষ্ট্যগুলো আছে কিনা -
১। এরা শারীরিকভাবে ফিট থাকার পাশাপাশি মানসিকভাবেও বেশ শক্তিশালী হন।
২। সাধারণ মানুষদের তুলনায় এরা বেশ বুদ্ধিমান / বুদ্ধিমতী হয়ে থাকে।
ভিডিওটি দেখুন : স্কিজয়েড ব্যক্তিত্বের ব্যাধির লক্ষণগুলো কী ?
৩। যে কোন কাজ করার আগে এরা প্ল্যান সাজিয়ে নেয়। এবং এদের বানানো প্ল্যান বেশ চমৎকার হয়।
৪। কঠিন পরিস্থিতিতে এরা মাথা ঠান্ডা রেখে পরিস্থিতি সামাল দিতে পারে।
৫। এরা সম্পর্কে সিরিয়াস থাকে এবং বিশ্বস্ততা বজায় রাখে।
৬। নিজস্ব সংস্কৃতির প্রতি আলাদা টান থাকে এবং সেসব ফলো করে।
৭। যে কোন বিষয়ে খুঁটিনাটি জানতে এবং বিস্তারিত আলোচনা করতে পছন্দ করে।