যদি ব্যর্থ হই?

  • ফারজানা আক্তার 
  • আগস্ট ১, ২০২১

কোন কাজ শুরু করার আগে আমাদের মাথায় এবং মনে প্রথম যে চিন্তা আসে সেটা হলো যদি ব্যর্থ হই! যদি ব্যর্থ হই লোকে কী বলবে! যদি ব্যর্থ হই লোকে হাসাহাসি করবে! যদি ব্যর্থ হই লোকে কথা শুনাবে! এই লোকদের কথা ভেবে ভেবে আমরা অস্থির হয়ে উঠি এবং সেই কাজটি আর শুরু করা হয় না 

একবার এক শিষ্য গৌতম বুদ্ধকে জিজ্ঞেস করে, ' কোন কাজে ব্যর্থ হলে লোকে হাসাহাসি করবে এই চিন্তায় কোন কাজ শুরু করা হয় না। এই চিন্তা থেকে মুক্তি পাবো কিভাবে ? ' গৌতম বুদ্ধ সেই শিষ্যকে বলেছিলো ,' লোকদের খুশী করার জন্য নিজের চেষ্টাকে থামিয়ে রেখো না। নিজের জীবন অন্যকে খুশী করার চেষ্টায় নষ্ট করা উচিত না। যে কাজে তুমি দক্ষ, যে কাজে তোমার মন বসে সেই কাজটি মনোযোগ দিয়ে করে যাওয়া উচিত। '

আরো পড়ুন : ছোটগল্প : লড়াই  

যে লোকেদের হাসিঠাট্টার ভয়ে  আপনি আজকে কাজটি শুরু করছেন না; আপনি আজকে বেকার হয়ে বসে থাকলে সেই লোকেরা আপনার ঘরে খাবার এনে দিবে না। আপনি অসুস্থ হয়ে ঘরে পড়ে থাকলে তারা চিকিৎসার টাকা এনে দিবে না। বরং আপনি সেই কাজে সফল হলে তারা হাততালি দিবে। আপনার প্রশংসা করবে। 

ব্যর্থতা ছাড়া কেউ সফল হতে পারে না। কাজ করলে ভুল হবে। ভুল করতে করতে মানুষ শিখবে। যাদের ভুল হয় না তারা কখনো কাজ করে না। আমরা কেউ মায়ের পেট থেকে শিখে আসি না। কাজ করতে করতে বরং শিখি। তাই, যদি ব্যর্থ হই এই ভয় না পেয়ে ব্যর্থ হতে হতে সফল হবো এই প্রতিজ্ঞা নিয়ে এগিয়ে যাওয়া উচিত। 

 

এ সম্পর্কিত আরও পোস্ট

Leave a Comment