যা হয় তা কি সত্যিই ভালোর জন্য হয় ?
- ফারজানা আক্তার
- আগস্ট ৩, ২০২১
আমরা সকলে জানি যা হয় তা ভালোর জন্য হয়! কিন্তু আসলেই কি তা সবসময় ভালোর জন্য হয়, নাকি এটা শুধুই সান্ত্বনা ?
খুব প্রচলিত একটি গল্প আছে। আমরা সকলে হয়তো এই গল্পটি জানি! তবুও আজ নতুন করে আরেকবার বলি।
এক দেশে একজন রাজা ছিলেন। তিনি তার প্রজাদের সাথে নিয়ে খুব ভালো দিন কাটাচ্ছিলেন। সেই রাজার একজন বিশ্বস্ত এবং প্রিয় মন্ত্রী ছিলেন। কোন কাজে বা কারণে রাজার মন খারাপ হলে সেই মন্ত্রী তাকে সাহস দিতেন, আশ্বস্ত করতেন। সাথে এটাও বলতেন , ' যা হয় ভালোর জন্য হয়। ' মাঝে মাঝে রাজা খুঁজে পেতেন না সকলকিছু আবার ভালোর জন্য হয় কিভাবে! তবুও মন্ত্রীকে কিছু বলতেন না। কারণ মন্ত্রী তার পছন্দের মানুষ। যদি রাজার কথায় কষ্ট পায় তাই তিনি মনের কথা মনে চেপে রাখতেন।
ভিডিওটি দেখুন : ভিটামিন ডি যুক্ত খাবারের যতো উপকারিতা....
একদিন একজন সহকারী রাজার নখ কাটছিলেন। সেইসময় পাশ দিয়ে যাওয়ার সময় ভুলে মন্ত্রীর ধাক্কায় রাজার একটি আঙ্গুল কেটে যায়। ভয়ে আর রাগে রাজা চিৎকার করতে থাকে। সেই সহকারীও ভয়ে কাঁপতে থাকে। ভয় পাচ্ছিলো না শুধু মন্ত্রী। তিনি তখনও রাজাকে সান্ত্বনা দিয়ে বলতে থাকলেন ' যা হয় তা ভালোর জন্য হয়। '
রাজা রেগেমেগে আগুন হয়ে মন্ত্রীকে আর সেই সহকারীকে কারাবাসে পাঠালেন। পরেরদিন রাজা নিজের মন ঠিক করতে একাই শিকারে গেলেন। শিকারে যাওয়ার পর কিছু জংলী তাকে বন্ধী করে নিয়ে গেলো। তারা রাজাকে তাদের ভগবানের নামে বলিদান করবে ।
ভগবানের নামে যখন তারা কোন প্রাণী বা মানুষকে বলিদান করে তখন তাকে নিজেদের মতো করে সাজিয়ে পরিয়ে নেয়। রাজাকে গোসল করানোর সময় তাদের একজন খেয়াল করে রাজার একটি আঙ্গুল নেই। একটি আঙ্গুলবিহীন মানুষকে তারা তাদের ভগবানের নামে বলিদান করবে না। তখন তারা রাজাকে ছেড়ে দিলো।
ভিডিওটি দেখুন : নারীদের অবশ্যই করণীয় ৫টি স্বাস্থ্য পরীক্ষা...
রাজা প্রাণ নিয়ে ছুটতে ছুটতে রাজপ্রসাদে এসে সেই মন্ত্রীকে আর সহকারীকে মুক্ত করে দেয়। মন্ত্রীর কাছে ক্ষমা চায়। তারপর রাজা হাসতে হাসতে মন্ত্রীকে জিজ্ঞেস করে, ' আঙ্গুল কাটা আমার জন্য ভালো হয়েছে বুঝতে পারলাম। কিন্তু তুমি যে এক রাত কারাবাসে ছিলে এটার ভালোটা কী হলো ?'
মন্ত্রী হাসতে হাসতে বললো, 'আমি যদি কারাবাসে না থাকতাম তাহলে আপনার সাথে শিকারে যেতাম। জংলীরা আপনার আঙ্গুল কাটা দেখে আপনাকে ছেড়ে দিয়ে আমাকে বলি দিতো। কারণ আমার শরীরের সব অঙ্গ প্রতঙ্গ ঠিক আছে। '
রাজা তখন সত্যি সত্যি বুঝতে পারলো আসলেই আমাদের জীবনে যা হয় তা ভালোর জন্য হয়। তাই জীবনে যতই খারাপ সময় আসুক সৃষ্টিকর্তার উপর ভরসা রাখতে হবে। আমাদের জন্য কী ভালো হবে এবং কখন ভালো হবে সেটা একমাত্র তিনিই ভালো জানেন। নিশ্চয় তিনি আমাদের জন্য যা নির্ধারণ রেখেছেন ভালোর জন্যই নির্ধারণ করে রেখেছেন।
ভিডিওটি দেখুন : ৫টি ঘরোয়া প্যাকে মুখের কালো দাগ দূর করুন