আপনার মেয়ে সন্তানকে রক্ষা করুন!
- ওমেন্স কর্নার ডেস্ক
- আগস্ট ২৪, ২০২১
আপনার মেয়ে সন্তানকে রক্ষা করার জন্য কিছু পদক্ষেপের তালিকা দেওয়া হল যা আপনি নিতে পারেন অথবা আপনার শিশুকে শিক্ষা দিতে পারেন:
১. আপনার শিশুকে কারো কোলে বসতে দিবেন না।
২. সন্তানের বয়স দুই বছরের বেশি হলেই তার সামনে আর আপনি কাপড় চোপড় পাল্টাবেন না।
৩. প্রাপ্তবয়স্ক কেউ আপনার শিশুকে উদ্দেশ্য করে বলছে- 'আমার বৌ' 'আমার স্বামী'- এটা অ্যালাউ করবেন না।
আরো পড়ুনঃ বিয়ের কেনাকাটায় কনের কসমেটিকসের তালিকায় কি কি থাকা অতি আবশ্যক?
৪. আপনার শিশু যখন বলছে সে খেলতে যাচ্ছে, কোন ধরনের খেলা সে খেলছে সেদিকে লক্ষ্য রাখুন, উঠতি বয়সী বাচ্চাদের মধ্যে অ্যাবিউজিং প্রবণতা পাওয়া যাচ্ছে।
৫. স্বাচ্ছন্দ্যবোধ করছে না এমন কারো সাথে কোথাও যেতে আপনার শিশুকে জোড়াজুড়ি করবেন না। পাশাপাশি লক্ষ্য রাখুন, আপনার শিশু বিশেষ কোন প্রাপ্তবয়স্কের ভক্ত হয়ে উঠছে কিনা।
৬. দারুন প্রাণোচ্ছল কোন শিশু হঠাৎ নির্জীব হয়ে গেল, তাকে প্রশ্ন করুন। তার মনের অবস্থাটা পড়তে চেষ্টা করুন।
৭. বয়:সন্ধি পেরোচ্ছে এমন বাচ্চাকে যৌন মূল্যবোধ সম্পর্কে শিক্ষা দিন। আপনি যদি এ কাজ না করেন, তবে সমাজ তাকে ভুলটা শিখিয়ে দেবে।
আরো পড়ুনঃ চুল পাকার কারণ এবং প্রতিকার জানুন
৮. কোন ছবি, কার্টুন ইত্যাদি বাচ্চাদের জন্য আনলে আগে তা নিজে দেখুন। কোন বই সম্পর্কে নিশ্চিত হয়ে তবেই তা কোমলমতি সন্তানের হাতে দিন।
৯. আপনি নিশ্চিত হন যে আপনি প্যারেন্টাল কন্ট্রোল অপশন অ্যাক্টিভেট করে রেখেছেন ক্যাবল নেটওয়ার্কে, বিশেষ করে সে সমস্ত নেটওয়ার্কে যেখানে আপনার শিশু প্রায়শই ভিজিট করে।
১০. তিন বছর বয়স হয়েছে এমন সন্তানকে তাদের ব্যক্তিগত গোপন স্থানসমূহ কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় তা শেখান। সতর্ক করে দিন যেন সেসব এলাকা কেউ স্পর্শ করতে না পারে- নিষিদ্ধ দের মধ্যে আপনিও আছেন।
১১. কালো তালিকাভুক্ত করুন সেইসব বই, গান, মুভি, পরিবার বা ব্যক্তি কে- আপনি মনে করেন যে বা যা আপনার শিশুর মনের সৌন্দর্য নষ্ট করতে পারে।
১২. আপনার শিশুকে এর বাইরে গিয়ে দাঁড়ানোর মূল্যবোধ শেখান।
১৩. আপনার শিশু যদি কারো সম্পর্কে অভিযোগ করে তবে দয়া করে বিষয়টি নিয়ে মুখ বুজে থাকবেন না।
আরো পড়ুনঃ গর্ভাবস্থায় মর্নিং সিকনেস হওয়ার কারণসমূহ
মনে রাখবেন কিছু ব্যথা কিন্তু সারা জীবন বয়ে বেড়াতে হয়, আপনার সচেতনতা আপনার পরিবারের নিরাপত্তা।
নিজে জানুন। অপরকে জানতে দিন।
ভালো লাগলে শেয়ার করুন।