পথ চলা শুরু হোক আত্মবিশ্বাসী হয়ে !

  • তানজিলা খান
  • অক্টোবর ২৪, ২০১৭

"সিদ্ধান্তহীনতায় ভুগছি" ! কি? পরিচিত লাগে? আমাদের বর্তমান প্রজন্ম ভুগছে "সিদ্ধান্তহীনতায়" !

দুটি ঘটনা উল্লেখ করি।

নীলিমা মার্কেটে গেল তার মায়ের সাথে। তার মা পছন্দ করে তাকে সুন্দর দুটি জামা কিনে দিলো। তখন নীলিমাদের পাশের ফ্ল্যাটের আন্টির সাথে দেখা হলো।

নীলিমার মাঃ আরে ভাবি, আপনি কি কিনতে আসলেন???

আন্টিঃ ভাবি কিছু টুকটাক জিনিস।

নীলিমার মাঃ মেয়ের জন্যে জামা কিনলাম।

আন্টিঃ বাহ্, বেশ সুন্দর। কার পছন্দে???

নীলিমার মাঃ আমার মেয়ের সব আমিই পছন্দ করি। নীলিমা আমার পছন্দেই সব পরে।

আন্টিঃ খুব ভালো মেয়ে আপনার। আজকালকার মেয়েরা তো কথাই শুনেনা।

নীলিমাও পাশে থেকে প্রশংসা পাওয়ার খুশিতে ডগমগ।

ঘটনাটি লক্ষ্য করুন, নীলিমা নিজের জামা নিজে পছন্দ করেনি। তার মা পছন্দ করে দিয়েছে। পাশের বাসার আন্টির প্রশংসা শুনে খুশি। শুরু হলো প্রতিবন্ধকতা। আমি বলছিনা বাবা-মায়ের পছন্দ করে দেয়াটা খারাপ। তবে নিজে পছন্দ না করে মায়ের উপর নির্ভর হওয়া নীলিমা এক সময় সিদ্ধান্তহীনতায় ভুগবে। আর পাশের বাসার আন্টির প্রশংসা পেয়ে সে চাইবে নির্ভর হয়ে আরো প্রশংসা পেতে। কারন সে কখনো নিজ কর্মের প্রশংসা শুনেনি।

ঘটনাটি এমন হতে পারতো।

নীলিমার মাঃ আজ নীলিমা, তুমি জামা পছন্দ করো, আমি সাথে আছি।
পাশের বাসার আন্টি যখন জামা দেখে বলবে ভালো হয়নি তখন নীলিমার মায়ের উত্তর হবে, " আজ শুরু, আজ ভালো হয়নি, নীলিমা এই জামা পরে যখন ধরতে পারবে, তখন পরের বার ও নিজেই ঠিক করে নিবে ওর রুচি অনুযায়ী।" এতে করে সিদ্ধান্তহীনতায় ভুগা নীলিমা আত্মবিশ্বাসী হবে ধীরে ধীরে। 

তবে শুরু হোক আত্মবিশ্বাসী হয়ে পথ চলা !

লেখাটি পাঠিয়েছেন : তানজিলা খান 

Leave a Comment