মাছ কাটার পর হাতে মাছের আঁশটে গন্ধ? জানুন করণীয়
- ওমেন্স কর্নার ডেস্ক
- ফেব্রুয়ারি ১৪, ২০২২
মাছ কাটার পর হাত থেকে সহজে মাছের আঁশটে গন্ধ যেতে চায় না। সাবান দিলেও বিরক্তিকর এই গন্ধ থেকে যায় হাতে। তবে ঘরোয়া কিছু উপায় অবলম্বন করলে এই বিড়ম্বনা থেকে মুক্তি পেতে পারেন। আসুন জেনে নেওয়া যাক...
- লেবুর রস ঘষে নিন দুই হাতে। কমলা ঘষলেও উপকার পাবেন।
আরো পড়ুনঃ সুস্থ স্বাভাবিক জীবনের জন্য রাতে মেনে চলুন এই নিয়মগুলো
- দুই হাতে সামান্য কফি পাউডার নিয়ে ঘষে নিন। ৫ মিনিট পর ধুয়ে ফেলুন।
- হাত শুকনো করে মুছে তেল হলুদ লাগিয়ে ঘষে নিন দুই হাত। এরপর ধুয়ে ফেলুন পানি দিয়ে।
- সমপরিমাণ ভিনেগার ও বেকিং সোডা মিশিয়ে পেস্ট বানিয়ে নিন। দুই হাতের তালুতে ঘষে নিন এটি। ৫ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন।