সহজ ৩ উপায়ে চিনুন পঁচা ডিম
- ওমেন্স কর্নার ডেস্ক
- মার্চ ১৪, ২০২২
ডিম সেদ্ধ করার সময় দেখলেন পঁচা ডিম ফেটে বিতিকিচ্ছিরি অবস্থা! এই সমস্যা থেকে বাঁচতে সহজ কয়েকটি ধাপে জেনে নিন পঁচা ডিম চেনার উপায়।
আরো পড়ুনঃ ম্যাজিক মসলা ঘরেই বানিয়ে ফেলুন সহজে
২. ডিম আলতো করে ঝাঁকিয়ে নিতে পারেন। পঁচা ডিম থেকে তুলনামূলক বেশি শব্দ আসবে।১. পানি ভর্তি গ্লাসে ডিম ছেড়ে দিন। যদি সাথে সাথে ডুবে যায়, তাহলে বুঝবেন ডিম পঁচা নয়। ভেসে থাকলে বুঝতে হবে ঠকেছেন ডিম কিনে।
৩. ফাটানোর পদ্ধতি দেখান ডিমের সাদা অংশ ঘন, তাহলে বুঝবেন ডিম টাটকা। ডিম যত পুরনো হয়, ডিমের সাদা অংশ তত পাতলা হতে থাকে।