বাচ্চার জন্য স্বাস্থ্যকর ব্যানানা কুকিজ রেসিপি জেনে নিন
- তাসফিয়া আমীন
- মার্চ ২১, ২০২২
বাচ্চারা যখন সলিড খাওয়া শুরু করে তখন তাকে সব খাবার খাওয়ানো একবারেই সহজ কাজ নয়। যখন বাচ্চাদের কোনও নতুন খাবার প্রথম খাওয়ানো হয়, তখন তারা সেটা পছন্দ নাও করতে পারে।
তাই নতুন স্বাদের খাবারের ওপর ভালোবাসা জন্মাতে তাদের কিছুটা সময় লাগে। আজ জেনে নিন বাচ্চার জন্য হেলদি একটা কুকিজ রেসিপি......
আরো পড়ুনঃ রূপচর্চায় লেবুর অবাক করা কিছু গুনাগুন!
উপকরণ:
- পাকা কলা ২টি
- আপেল সস ১ টেবিল চামচ
- শুকনো ফলের পাউডার ১ টেবিল চামচ
- দারুচিনি পাউডার ১ চা-চামচ
প্রণালী:
- ১৮০° তাপমাত্রায় ওভেন প্রি-হিট করে নিন।
- এবার একটা পাত্রে কলা, আপেল সস, শুকনো ফলের পাউডার, দারুচিনি পাউডার নিয়ে ভালো করে মেখে নিন।
আরো পড়ুনঃ বেগুন ভেজে ফেলুন নতুন এই পদ্ধতিতে
- এরপর ছোট ছোট বল বানিয়ে কুকিজের আকারে চ্যাপ্টা করে নিন।
- ওভেনের পাত্রে মাখন বা ঘি লাগিয়ে কুকিজ গুলো দিয়ে ২০ মিনিট বেক করুন।
- এয়ারটাইট কৌটোতে অনেকদিন সংরক্ষণ করতে পারবেন এই কুকিজ।