আপনার শিশুর জন্য ঝটপট তৈরি করুন মিষ্টি আলুর প্যানকেক

  • তাসফিয়া আমীন
  • মার্চ ২১, ২০২২

মিষ্টি আলুতে থাকা ফাইবার, ভিটামিন, মিনারেল, ক্যালসিয়াম ও আয়রন সুষম পুষ্টি জোগাবে আপনার শিশুর শরীরে। নরম, হজমে সহজ আবার খেতেও মজাদার আলুর প্যানকেক রেসিপি জেনে নিন...

আরো পড়ুনঃ লিপস্টিকই বলে দেবে আপনি কেমন ব্যক্তিত্বের মানুষ

উপকরণঃ

- মিষ্টি আলু ১টা

- কলা ১টা

- ময়দা ১/২ কাপ

- ব্রাউন সুগার স্বাদমতো

- মাখন

প্রণালীঃ

- মিষ্টি আলু ভালো করে সেদ্ধ করে হাতে চটকে নিন।

আরো পড়ুনঃ ঘরের নান্দনিকতা বাড়ায় দেয়াল ঘড়ি

- এবার আলুর মধ্যে ময়দা, চিনি ও কলা মিশিয়ে মিশ্রণ তৈরি করুন। মিশ্রনটা বেশি শুকনো হয়ে গেলে সামান্য দুধ ব্যবহার করতে পারেন।

- প্যানে মাখন দিয়ে হাতায় করে মিশ্রণ দিন।

- এপাশ-ওপাশ বাদামি করে ভাজুন। ব্যস, আপনার বাচ্চার জন্য রেডি প্যানকেক।

এ সম্পর্কিত আরও পোস্ট

Leave a Comment