মসলা চা বানাবেন যেভাবে

  • ওমেন্স কর্নার ডেস্ক
  • এপ্রিল ৬, ২০২২

মসলা চা স্বাস্থ্যের জন্য যেমন উপকারী, তেমনি ক্লান্তি দূর করতেও অনন্য। আসুন জেনে নেই, কীভাবে বানাবেন মসলা চা।

উপকরণঃ

- পানি আধা কাপ,

- দুধ ১ কাপ,

- চিনি স্বাদমতো,

- চা পাতা আধা চা চামচ,

- লবঙ্গ ২টি,

- স্টার মসলা ১টি,

- এলাচ ৩টি,

আরো পড়ুনঃ ফেসবুক বাড়ায় বিষন্নতা

- গোলমরিচ আধা চা চামচ,

- আদা কুচি আধা চা চামচ,

- দারুচিনি গুঁড়া ১/৪ চা চামচ।

প্রণালীঃ দুধ ও পানি জ্বাল দিন। ফুটে উঠলে চা পাতা ও মসলা দিয়ে দিন। ৫ মিনিট জ্বাল দিন মাঝারি আঁচে। চিনি দিয়ে আরও ২ মিনিট জ্বাল দিন। নামিয়ে ছেঁকে পরিবেশন করুন গরম গরম।

এ সম্পর্কিত আরও পোস্ট

Leave a Comment