ঘরে তৈরি করুন স্বাস্থ্যকর মেয়োনিজ

  • কামরুন নাহার স্মৃতি
  • এপ্রিল ১৮, ২০২২

মেয়োনিজ খেতে সুস্বাদু কিন্তু প্রতিদিন বাহিরের খাবার ভালো লাগে? তাই আজ চলুন জেনে নেওয়া যাক, ঘরোয়া উপায়ে মেয়োনিজ তৈরির পদ্ধতি।

উপকরণঃ

- সর পড়া খাঁটি দুধ ১ কাপ,

- কর্নফ্লাওয়ার ২ চা চামচ,

- ওটসের ময়দা ১ চা চামচ,

- অলিভ অয়েল ২ টেবিল চামচ,

- লবণ, চিনি, গোলমরিচ।

আরো পড়ুনঃ মোবাইল আসক্তি ঘটাচ্ছে সম্পর্কে ভাঙন!

পদ্ধতিঃ

- কর্নফ্লাওয়ার, ওটসের সাথে ১/৪ কাপ দুধ ফেটিয়ে নিন।

- বাকি দুধ জ্বাল দিন। ফুটে উঠলে উপরের মিশ্রণ মেশান।

- হালকা আঁচে নাড়তে থাকুন, যতক্ষণ না থকথকে হয়।

- বাকি উপকরণ মিশিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন।

- শুকনো, পরিষ্কার বোতলে ভরে ফ্রিজারব রেখে দিন।

- ফ্রিজারে ১ সপ্তাহ থেকে ১০ দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন।

এ সম্পর্কিত আরও পোস্ট

Leave a Comment