ছাতুর লস্যি রেসিপি
- কামরুন নাহার স্মৃতি
- এপ্রিল ২৪, ২০২২
ছাতু প্রায় সবার বাড়িতেই মজুত থাকে। বাচ্চা থেকে বড় সবাই খায় এটি। বাচ্চা-বয়স্ক সবার জন্য দেখে নিন ছাতুর লস্যি রেসিপি...
উপকরণঃ
- ছাতু,
- টক দই,
- গুড়,
- সৈন্ধব লবণ,
- জিরা গুঁড়া,
- ধনে গুঁড়া।
আরো পড়ুনঃ ত্বকের যত্নে বেসন ব্যবহার করবেন কেন? জানুন
প্রস্তুত প্রণালীঃ
- যতটা লস্যি বানাবেন সেই আন্দাজে সমস্ত উপকরণ নিয়ে এর সাথে পানি মিশিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন।
- তৈরি হয়ে গেল ছাতুর লস্যি।
- বাচ্চা-বয়স্ক সবাইকে এই মরসুমে দিতে পারেন ছাতুর লস্যি।