কচিকাচার জন্য বানিয়ে নিন প্রোটিন পাউডার!

  • কামরুন নাহার স্মৃতি
  • এপ্রিল ২৭, ২০২২

আপনার বাড়ন্ত বাচ্চার জন্য বানিয়ে নিন প্রোটিন পাউডার। এটি খেতে যেমন সুস্বাদু, তেমনি পুষ্টিকর! আসুন জেনে নেই রেসিপি...

উপকরণঃ

- চিনাবাদাম ১/৪ কাপ,

- অঙ্কুরিত গমের আটা ১ কাপ,

- কাঠবাদাম ১/৪ কাপ,

- সয় মিল্ক পাউডার ১/৪ কাপ।

আরো পড়ুনঃ রূপচর্চায় অ্যালোভেরার নানাবিধ ব্যবহার

প্রণালীঃ

- প্রথমে প্রথম তিন উপকরণ আলাদা আলাদা করে ড্রাই রোস্ট করে নিন।

- ব্লেন্ডারে দিয়ে মিহি করে পাউডার বানিয়ে নিন।

- সয় মিল্ক পাউডার ঢেলে মিশিয়ে নিন ভালো করে।

- দুধে মিশিয়ে পরিজ বানিয়ে বাচ্চাকে খাওয়ান প্রতিদিন।

এ সম্পর্কিত আরও পোস্ট

Leave a Comment