ডিমের খোসায় গৃহস্থালি সমস্যার সমাধান
- ওমেন্স কর্নার ডেস্ক
- মে ২৯, ২০২২
ডিমের খোসা ফেলে না দিয়ে বেশ কয়েক ভাবে কাজে লাগাতে পারেন। রূপচর্চা থেকে শুরু করে গৃহস্থালির নানা সমস্যার সমাধান করে ডিমের খোসা।
পোকামাকড় দূর করতে: ডিমের খোসা ভালো করে গুঁড়া করে নিন। এই খোসা পোকামাকড় দূর করতে সাহায্য করে। গাছের গোড়ায় পোকা হয়। এ পোকা দূর করতে ডিমের খোসা ছিটিয়ে দিন গাছের গোড়ায়। পোকা দূর হওয়ার পাশাপাশি বৃদ্ধি পাবে মাটির উর্বরতা।
আরো পড়ুনঃ ত্বকের বলিরেখা দূর করার প্রাকৃতিক উপায়
ত্বকের যত্নে: ডিমের খোসায় রয়েছে ক্যালসিয়াম ও মিনারেল। ত্বকের যত্নে তাই এটি ব্যবহার করতে পারেন নিশ্চিন্তে। ডিমের খোসা চূর্ণ করে টক দইয়ের সঙ্গে মিশিয়ে ত্বকে ঘষে আলতো করে। ত্বকে জমে থাকা মরা চামড়া ও ব্ল্যাকহেডস দূর হবে।
তৈজস পরিষ্কার করতে: হাড়ি বা কড়াইয়ের পোড়া দাগ দূর করতে ডিমের খোসা গুঁড়ো করে সাবান এর সঙ্গে মিশিয়ে নিন। এবার এই সাবান দিয়ে বাসন পরিষ্কার করুন।
বেসিনের পাইপ পরিষ্কার করতে: ডিমের খোসা গুঁড়ো করে সেটা বেসিনের পাইপ এ ফেলে দিন। কিছুক্ষণ পর গরম পানি ঢেলে দিন। এতে দূর হবে বেসিনের পাইপ এ জমে থাকা নোংরা।