১৮ মাস বয়সের বাচ্চার জন্য ওটস প্যানকেক রেসিপি

  • ওমেন্স কর্নার ডেস্ক
  • জুন ৪, ২০২২

আপনার বাচ্চার জন্য নতুন নাস্তা বানাতে চান? তাহলে বানিয়ে নিন মজাদার ও সুস্বাদু প্যানকেক।

১৮ মাস বয়স থেকে বাচ্চাকে দিতে পারেন ওটস প্যানকেক। আসুন জেনে নেই রেসিপি...

উপকরণঃ

- ওটস ১ কাপ,

- কলা ২টি,

- সুগার পাউডার স্বাদমতো,

- দুধ ১/২ কাপ,

- এলাচিগুঁড়া কিশমিশ,

- মাখন ৪ চা চামচ।

আরো পড়ুনঃ গর্ভাবস্থায় বেশিরভাগ নারীই যে ভুলগুলো করেন

প্রস্তুত প্রণালীঃ

- ওটস গুঁড়ো করে নিন। কলা এবং দুধ মিশিয়ে আবার মিহি করে পেস্ট করে নিন।

- এবার একটি বাটিতে সব উপকরণ মিশিয়ে নিন।

- প্যানে তেল দিয়ে হাতা করে মিশ্রণ দিন। এক পিঠ হয়ে গেলে উলটে দিন।

- দুই পিঠ ভালো ভাবে ভেজে নিন। চাইলে এতে ভ্যানিলা এসেন্স মিশিয়ে নিতে পারেন।

এ সম্পর্কিত আরও পোস্ট

Leave a Comment