ফ্যাটি লিভারের সমস্যার সমাধানে খাদ্যতালিকায় রাখুন বিট
- ওমেন্স কর্নার ডেস্ক
- জুন ৯, ২০২২
বিটের মধ্যে রয়েছে নাইট্রেট নামক একটি উপাদান। এটি শরীরের রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখে। এছাড়াও বিটের রয়েছে নানা গুণ। আসুনে জেনে নেই, বিটের নানাবিধ গুণ সম্পর্কে...
- অ্যানিমিয়া, হাই ব্লাড প্রেশার ইত্যাদিও নিয়ন্ত্রণ করতে পারে বিট। এছাড়াও থাইরয়েডের সমস্যা সমাধানে উপকারী বিট।
- ডায়াবেটিস রোগীর জন্য উপকারী বিট।
- পেটের বিভিন্ন রোগ যেমন জন্ডিস, ডায়রিয়া ও কলেরা ইত্যাদি নিরাময়ে খুবই উপকারী বিট।
- শরীরের শক্তি বৃদ্ধির পাশাপাশি লিভার ভালো রাখতে হলে বিট রাখুন প্রতিদিনের খাদ্যতালিকায়।
- বিট হজমশক্তি বাড়াতে সাহায্য করে।
আরো পড়ুনঃ কম বয়সেই চুল পেকেছে? ঘরোয়া উপায়ে মিলবে সমাধান
- হাড় শক্ত করতেও সাহায্য করে বিট। শরীরে ক্যালসিয়ামের মাত্রা কমে গেলে হাড়ের ক্ষয় হয়। বিট ক্যালসিয়ামের মাত্রা ধরে রাখতে সাহায্য করে।
- বিটে প্রচুর পরিমাণে আয়রন রয়েছে। অ্যানিমিয়া, রক্তস্বল্পতার বিট উপকারী।
- শরীরের রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখে এবং হতাশা দূর করে ও মন ভালো রাখে।
- বিট ত্বক ভালো রাখতেও সাহায্য করে। ত্বককে ভেতর থেকে উজ্জ্বল ও সুন্দর করে। তাই প্রতিদিনের খাদ্যতালিকায় রাখুন বিট।