জামের শরবত রেসিপি
- ওমেন্স কর্নার ডেস্ক
- জুন ২৪, ২০২২
জাম দিয়ে তৈরি করা যায় সুস্বাদু শরবত। যা পুষ্টি জোগানোর পাশাপাশি সতেজ থাকতে সহায়তা করে। চলুন জেনে নেওয়া যাক জামের শরবত তৈরির রেসিপি।
উপকরণ:
- পাকা জাম ২ কাপ,
- চিনি স্বাদমতো,
- ঠান্ডা পানি পরিমাণমতো,
- বিট লবণ স্বাদমতো,
আরো পড়ুনঃ সন্তান জন্মদানে পুরুষের জেনে রাখা উচিৎ
- কাঁচামরিচ স্বাদমতো,
- লেবুর রস ১ চা চামচ।
প্রস্তুত প্রণালী: প্রথমে জামগুলো চটকে বীজগুলো ছাড়িয়ে নেই। এবার একটা ব্লেন্ডারে বীজ ছাড়ানো জাম, পানি, চিনি, লেবুর রস, কাঁচামরিচ ও বিট লবণ দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিন। এবার গ্লাসে ঢেলে বরফ কুচি মিশিয়ে গ্লাসে পরিবেশন করুন। জাম আপনার পেট ঠান্ডা রাখতে সাহায্য করবে।