মন ভালো রাখে ঘি
- ওমেন্স কর্নার ডেস্ক
- জুলাই ১৬, ২০২২
শরীরের শক্তি বাড়ানোর জন্য স্বাস্থ্যকর খাবার খাওয়া প্রয়োজন। স্বাস্থ্যকর প্রোটিন শরীরে পুষ্টি জোগায় আর হরমোন তৈরি করতে সহায়তা করে।
ঘি-এর মাধ্যমে শরীরে ইমিউনিটি বেড়ে যায়।
পুষ্টিবিদদের মতে, ঘি-তে উপস্থিত ভিটামিন এ এবং সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। ঘি শরীরের ভিতরে আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে।
আরো পড়ুনঃ ইউটিআই কী? ইউটিআই কাদের হয়? এর উপসর্গ কী কী?
খালি পেটে ঘি খেলে হজমে সাহায্য করে।
আয়ুর্বেদ মতে, ঘি শরীরের হজম উন্নতি এবং পুষ্টির মান শোষনে কার্যকরী। এতে প্রচুর পরিমাণে থাকা বিউটারিক এসিড ইন্টেস্টাইনর কার্যক্ষমতা বাড়ায়।।
অনেক গবেষণায় দেখা গেছে, ঘি খাওয়ার ফলে মন এবং শরীরে শীতলতা অনুভূত হয়। মন ভালো হয়।
বিশেষজ্ঞরা বলছেন, ঘি প্রদাহ হ্রাস করার পাশাপাশি শরীরকেও শিথিল রাখতে সাহায্য করে।