গৃহস্থালি টিপস

  • ওমেন্স কর্নার ডেস্ক
  • জুলাই ২৪, ২০২২

গৃহস্থালির কাজকর্ম সহজ হয়ে যায় কিছু টিপস জানা থাকলে। এমনই দরকারি কিছু কিচেন টিপস জেনে নিন...

- আটা বা ময়দায় পোকার আনাগোনা রুখতে দুইটি তেজপাতা রেখে দিন বয়ামে।

- দুধ, ভাত কিংবা নুডলস চুলায় দিলে নির্দিষ্ট সময় পর উথলে ওঠে। এই উঠলে পড়ে যাওয়া রোধ করতে পাত্রের উপর আড়াআড়িভাবে একটি কাঠের চামচ দিয়ে রাখুন।

আরো পড়ুনঃ ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করে রসুন

- সবজি প্লাস্টিকের মুড়ে ফ্রিজে রাখলে অনেকদিন পর্যন্ত তাজা থাকে।

- পেঁয়াজ কাটার ১৫ মিনিট আগে ফ্রিজে রেখে দিন। চোখে পানি আসবে না।

- কমলা‌ বা লেবুর রস সহজে বের করতে চাইলে আধাঘন্টা ফ্রিজে রেখে এরপর ২০ সেকেন্ড মাইক্রোওয়েভে গরম করে নিন।

- চপিং বোর্ড থেকে পেঁয়াজের গন্ধ দূর করতে সামান্য লবণ ছিটিয়ে লেবু ঘষে নিন।

এ সম্পর্কিত আরও পোস্ট

Leave a Comment