সবজির একঘেয়েমি কাটাতে বাচ্চাকে দিন সবজির কাটলেট

  • ওমেন্স কর্নার ডেস্ক
  • আগস্ট ৯, ২০২২

বাচ্চার সবজি হতে হবে একটু স্পেশাল, একটু আলাদা; তাহলেই বাচ্চা খাওয়ার প্রতি আগ্রহ পাবে। বাচ্চার রান্না যদি হয় অসুস্থ রোগীদের মতো, তাহলে বাচ্চার খাওয়ার রুচি নষ্ট হয়ে যাবে সহজেই।

মাঝে মাঝে খাবারে বৈচিত্র্য আনলে এবং স্বাদ বদলাতে বাচ্চারা খাবারের প্রতি আগ্রহ দেখাবে। আসুন জেনে নেই রেসিপি...

উপকরণঃ

- আধা কাপ বিনস, ফুলকপি, গাজর,

- ২টি আলু,

- বিট ছোট একটি,

- ব্রেড ১টি,

- পরিমাণমতো লবণ,

আরো পড়ুনঃ দাম্পত্য জীবনে সমস্যার বাস্তব কিছু কারণ

- পছন্দমতো মসলা।

প্রস্তুত প্রণালীঃ

- সব সবজি কুচিয়ে সেদ্ধ করে নিন।

- সবকিছু একসাথে নিয়ে হাত দিয়ে চটকে নিন।

- ব্রেডের গুঁড়ো মিশিয়ে কাটলেট বানিয়ে নিন।

- অলিভ অয়েলে ভেজে পরিবেশন করুন।

এ সম্পর্কিত আরও পোস্ট

Leave a Comment