শখের কাপে চা-কফির দাগ? দূর করুন ঘরোয়া উপায়ে
- ওমেন্স কর্নার ডেস্ক
- সেপ্টেম্বর ১০, ২০২২
শখের কাপ থেকে চা-কফির জেদি দাগ তুলতে আপনি ঘরোয়া উপায়ের সাহায্য নিতে পারেন। আসুন জেনে নিন, কী করবেন...
- কাপ থেকে চা-কফির দাগ তোলার জন্য বাসন মাজার সাবান ব্যবহার করতে পারেন। প্রথমে কাপে একটু সাবান দিন, তারপর আধ কাপ গরম পানি ভর্তি করুন। কয়েক মিনিট এভাবে রেখে স্পঞ্জ দিয়ে ঘষে দাগ তুলে ফেলুন।
- দাগের ওপর সামান্য বেকিং সোডার সঙ্গে একটু পানি মিশিয়ে পেস্ট তৈরি করুন। তারপর ভেজা নরম স্পঞ্জ দিয়ে দাগটি ঘষুন ভালোভাবে। এরপর কাপটি ধুয়ে ফেলুন।
আরো পড়ুনঃ আপনার ওজন কমছে, কিন্ত পেট বা কোমরের পরিধির পরিমাপ ঠিক আছে তো ?
- ভিনেগার দিয়েও কাপ পরিষ্কার করতে পারেন। সাদা ভিনেগারের সঙ্গে পানি মিশিয়ে হাফ কাপ ভর্তি করুন, তারপর গরম পানি দিয়ে কাপের বাকি অংশটা পূর্ণ করুন। ১০ মিনিট এভাবে রেখে দিন। তারপর বাসন মাজার সাবান আর নরম স্পঞ্জ দিয়ে ঘষে দাগ তুলে ধুয়ে ফেলুন।
- আধা চামচ পাতি লেবুর রসের সঙ্গে লবন মিশিয়ে কাপের ভেতরে ভালো করে দিয়ে ঘন্টাখানেক রেখে দিন। এক ঘন্টা পর হালকা গরম পানি দিয়ে কাপ ধুয়ে নিলেই দূর হবে কাপের দাগ।