স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী শসার স্যুপ
- ওমেন্স কর্নার ডেস্ক
- সেপ্টেম্বর ১৫, ২০২২
চিকিৎসকদের মতে, শসা মূত্রের পরিমাণ বাড়িয়ে রক্তচাপের পরিমাণ নিয়ন্ত্রণ করে। তবে শশা কেবল স্বাস্থ্যের জন্য উপকারী নয়, ত্বকের নানা সমস্যাও দূর করতে পারে এটি। চোখের চারপাশের ফোলা ভাব, চোখের লালচে ভাব ও চোখের প্রদাহও কমাতে পড়ে শসা।
শসার উপকারিতা সম্পর্কে আমরা সবাই জানি। শসার স্যুপের উপকারিতাও কিন্তু কোন অংশে কম নয়। আসুন জেনে নেই, শসার স্যুপ বানানোর পদ্ধতি...
উপকরণ:
- শসা,
আরো পড়ুনঃ সুন্দর নখ পাওয়ার সহজ উপায়
- কাঁচামরিচ,
- ছোলা,
- টক দই,
- গোল মরিচ,
- লবণ,
- ধনেপাতা ,
- রসুন।
পদ্ধতি:
- ছোলা ভালো করে ধুয়ে সারারাত পানিতে ভিজিয়ে রাখুন। পরদিন সকালে পানি ঝরিয়ে প্রেসার কুকারে সেদ্ধ করে নিন।
- শসাগুলো ধুয়ে খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরা করে কেটে নিন।
- মিক্সিতে শসা, কাঁচা মরিচ, ছোলা, টক দই, গোলমরিচ, লবণ এবং ধনেপাতা দিয়ে ব্লেন্ড করে নিন। একেবারে মিহি করে পেস্ট করবেন।
আরো পড়ুনঃ ত্বক সজীব ও প্রাণবন্ত রাখে কাঁচা দুধ!
- গ্যাসে প্যান বসিয়ে তেল গরম করুন। এতে রসুনের কোয়াগুলো ভেজে নিয়ে শসার পেস্টটা ঢেলে দিন।
- কিছুক্ষণ ফোটানোর পর বাটিতে ঢেলে পরিবেশন করুন স্বাস্থ্যকর শসার স্যুপ।