কমলালেবুর খোসায় দূর হবে চিটচিটে ময়লা
- ওমেন্স কর্নার ডেস্ক
- সেপ্টেম্বর ২৮, ২০২২
কমলালেবুর খোসায় লিমোনিন নামের তেল থাকে। আপেলের খোসায় থাকে ম্যালিক অ্যাসিড। এই দুটিই চটচটে ময়লা তুলতে কাজে লাগে। এছাড়া কাঠের সামগ্রী চকচকে রাখতেও এটি উপকারী।
পরিষ্কার করার উপায়ঃ একটি পাত্রে কমলার খোসা নিয়ে তাতে পানি ঢালতে হবে৷ একটি লেবুর খোসার জন্য এক কাপ পানি দিতে হবে পাত্রে। খোসাসহ পানি ফোটাতে হবে।
আরো পড়ুনঃ নারীর সৃষ্টি কি শুধুই পুরুষের সেবার জন্য?
পানি ফুটে এলে আঁচ কমিয়ে ১৫ মিনিট ওই অবস্থায় রাখতে হবে। ফুটন্ত পানি ঠান্ডা হয়ে গেলে সেটি একটি স্প্রে বোতলে ঢেলে নিতে হবে। কমলালেবুর খোসা সেদ্ধ এই পানি কাচ বা টেবিলে স্প্রে করে নরম কাপড় দিয়ে মুছে নিলেই পরিষ্কার হয়ে যাবে।