ব্যবহৃত টি ব্যাগ কাজে লাগাবেন যেসব উপায়ে
- ওমেন্স কর্নার ডেস্ক
- নভেম্বর ৮, ২০২২
সকাল বিকাল চা বানানো হয় টি ব্যাগ দিয়ে। চা বানানোর পর টি ব্যাগ ফেলে দিই আমরা। তবে গৃহস্থালী পরিচ্ছন্নতা থেকে শুরু করে আরো নানাভাবে কাজে লাগানো যায় এসব টি ব্যাগ। ফেলে না দিয়ে এদের কিভাবে কাজে লাগাবেন জেনে নিন।
১. টি ব্যাগটি কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখুন। এরপর পানিতে পাতলা কাপড় ভিজিয়ে জানালা পরিষ্কার করে নিন। ঝকঝকে হবে জানালা।
২. ত্বক রোদে পুড়ে কালচে হয়ে গেলে টি ব্যাগ লাগান। ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপর ত্বকে চেপে চেপে লাগাবেন।
৩. ফুটন্ত পানিতে কয়েকটি টি ব্যাগ ফেলে লিকার বের করে নিন। ঠান্ডা হলে চুল ধুয়ে ফেলুন। ঝলমলে ও কালো হবে চুল।
আরো পড়ুনঃ উইপোকা তাড়ানোর ঘরোয়া উপায়
৪. ফ্রিজের দুর্গন্ধ দূর করতে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে টি ব্যাগ ফ্রিজে রেখে দিন।
৫. টি ব্যাগ থেকে চা পাতা সংগ্রহ করে গাছের গোড়ায় দিতে পারেন। দারুন জৈব সারের কাজ করবে এটি।
৬. থালা বাসন থেকে দাগ উঠছে না? গরম পানিতে কয়েকটি টি ব্যাগ দিয়ে সারারাত ভিজিয়ে রাখুন। পরদিন সকালে পরিষ্কার করুন। উঠে যাবে দাগ।
৭. চা পাতায় থাকার টেনিন ও ক্যাফিন চোখের ফোলা ভাব কমায়। দূর করতে পারে ডার্ক সার্কেল ও। টি ব্যাগ বরফ পানিতে ভিজিয়ে রাখুন। কিছুক্ষণ পর টি ব্যাগ চোখের উপর ধরে থাকুন মিনিট দশেক। প্রতিদিন ঘুমানোর আগে এটি করতে পারলে সপ্তাহ দুয়েকের মধ্যে ডার্ক সার্কেল কমবে অনেকটা।