ঘরেই বানিয়ে নিন মজাদার ও স্বাস্থ্যকর নুডলস!

  • ওমেন্স কর্নার ডেস্ক
  • ডিসেম্বর ৩, ২০২২

বাচ্চার চাওমিন খাওয়ার স্বাদ মেটাবেন কীভাবে? বাড়িতেই বানান স্বাস্থ্যকর আটার নুডলস। আসুন জেনে নেই রেসিপি...

উপকরণঃ

- আটা পরিমাণমতো,

- লবণ সামান্য,

- সাদা তেল ১ চা চামচ।


প্রণালীঃ

- সব উপকরণ একসাথে মিশিয়ে নিয়ে অল্প অল্প গরম পানি দিয়ে রুটির আটার মতো মেখে নিন।

- ঢাকনা দিয়ে ঢেকে ১০-১৫ মিনিট রেখে দিন।

আরো পড়ুনঃ মা হওয়ার পর অবসাদ হলে করণীয়

- পানি ঝরানোর ঝাঁঝরিতে আটা রেখে চাপ দিন।

- নুডলসের আকারেই সরু সরু আটার সুতো বের হতে থাকবে।

- পানি ফুটতে দিন। ১ চা চামচ তেল দিন তাতে।

- অল্প অল্প করে নুডলস কেটে গরম পানিতে ৫ মিনিট রাখুন।

- হয়ে গেলে ঠান্ডা পানিতে দিয়ে আবার ছেঁকে নিন।

- তৈরি হয়ে গেল আপনার বাসায় তৈরি আটার নুডলস।

এ সম্পর্কিত আরও পোস্ট

Leave a Comment