রান্নাঘর সাজিয়ে রাখবেন যেসব উপায়ে
- ওমেন্স কর্নার ডেস্ক
- ডিসেম্বর ৪, ২০২২
প্রয়োজনের সময় হাতের কাছে কিছু না পাওয়াটা যেমন বিড়ম্বনার তেমনি রান্না ঘরের আঠালো দেওয়াল ও নোংরা সিঙ্কও অস্বস্তিকর। রান্নাঘর কিভাবে পরিষ্কার রাখবেন এবং সাজিয়ে গুজিয়ে রাখবেন, আসুন জেনে নেই...
- রান্নাঘর থেকে অপ্রয়োজনীয় সবকিছু সরিয়ে ফেলুন। মেয়াদ চলে গেছে এমন আটা-ময়দা বা অন্যান্য খাদ্য সামগ্রী ফেলে দিন। শখ করে কিনেছেন কিন্তু কখনো ব্যবহার করেননি এবং ব্যবহারের সম্ভাবনাও কম এমন সরঞ্জামও সরিয়ে ফেলুন।
- প্রতিদিনের রান্নার কাজে ব্যবহার হয় এমন মসলা ও সরঞ্জাম হাতের কাছাকাছি কোন র্যাকে সাজিয়ে রাখুন। প্রয়োজনের সময় যেন হাত বাড়ালেই পাওয়া যায় এমন দূরত্বে মসলার বয়াম বা এগ বিটারের মত জিনিস গুলো রাখলে সময় বাঁচবে।
- প্রতিটা বয়ামে মসলার নাম লিখে রাখুন।
আরো পড়ুনঃ মানসিক চাপ কমাবে ভেষজ গাছ
- একই ধরনের খাবার ও সরঞ্জাম একসাথে রাখবেন যেমন সব ধরনের ছুরি বা চামচ একই স্থানে রাখা বা মসলার বয়াম একসঙ্গে সাজিয়ে রাখা।
- কোন দেয়াল খালি থাকলে সেটা কাজে লাগাতে পারেন। দেয়ালে হুক আটকে ঝুলিয়ে দিন ফ্রাই প্যান, ছুরি বা খুন্তি।
- রান্নাঘরে কেবিনেট বা ড্রয়ার রাখুন। এতে জিনিসপত্র যেমন গুছিয়ে রাখা সহজ হবে, তেমনি দেখতেও লাগবে পরিপাটি।
- কিছুদিন পরপরই রান্নাঘরের দেয়াল ও টাইলস তেল চিড়চিতে এবং আঁঠালো হয়ে পড়ে। সমপরিমাণ ভিনেগার পানি মিশিয়ে স্প্রে করে কিছুক্ষণ পর সাবান পানি দিয়ে ধুয়ে ফেলুন। দূর হয়ে যাবে তেলচিটে ভাব।