ঘরেই বানান ম্যাজিক মসলা

  • ওমেন্স কর্নার ডেস্ক
  • ডিসেম্বর ৮, ২০২২

নুডলসের পাশাপাশি মাছ, মাংস, সবজি কিংবা খিচুড়িতেও এই মসলা ব্যবহার করা যায়। খাবারে বাড়তি স্বাদ নিয়ে আসে এই মসলা। জেনে নিন কীভাবে বানাবেন...

উপকরণঃ

- ধনিয়া ১/৪ কাপ,

- জিরা ২ টেবিল চামচ,

- মৌরি ১ চা চামচ,

- মেথি ১/৪ চা চামচ,

- তেজপাতা ২ টি,

- দারুচিনি ১ ইঞ্চি,

আরো পড়ুনঃ ডিভোর্স কমানোর কিছু কার্যকরী উপায় !

- এলাচ ৫টি,

- লবঙ্গ ৬টি,

- গোলমরিচ আধা চা চামচ,

- মরিচ গুঁড়া ১ টেবিল চামচ,

- হলুদ গুঁড়া আধা চা চামচ,

- আদা পেস্ট আধা চা চামচ,

- রসুন পেস্ট আধা চা চামচ,

- পেঁয়াজ পেস্ট ১ চা চামচ,

- আমচুর ১ চা চামচ।

অন্যান্য উপকরণঃ

- চিনি ১ চা চামচ,

- লবণ আধা চা চামচ,

- কর্নফ্লাওয়ার ১ চা চামচ।

আরো পড়ুনঃ মানসিক আঘাত কি অপরাধের পর্যায়ে পরে !

প্রস্তুত প্রণালীঃ আস্ত মসলাগুলো প্যানে টেলে নিন। ঠান্ডা হলে গ্রাইন্ডারে দিয়ে দিন। সঙ্গে মেশান গুঁড়া মসলা ও বাকি উপকরণগুলো।

সবগুলো একসঙ্গে গ্রাইন্ড করে মিহি পাউডার বানিয়ে নিন। মুখবন্ধ বয়ামে সংরক্ষণ করুন ও প্রয়োজন মতো ব্যবহার করুন রান্নায়।

এ সম্পর্কিত আরও পোস্ট

Leave a Comment