ইফতারের জন্য বানিয়ে নিন ঝটপট রেসিপি - জিলাপি

  • ওমেন্স কর্নার
  • মার্চ ২৬, ২০২৩

সারাদিন রোজা পালন করে ইফতারে মজার কিছু আইটেম না হলে চলে? আজ জেনে নিন ইফতারের -- মজার আইটেম জিলাপির  সহজ রেসিপি।  

উপকরণ:

- ময়দা ১ কাপ

- খাবার সোডা চারভাগের এক কাপ

- চালের গুঁড়ো হাফ কাপ

- মাসকলাই ডাল চারভাগের এক কাপ

- সিরার জন্য চিনি ২ কাপ

আরো পড়ুন: ইফতারের রেসিপি  -  ছোলা সবজির চাট

প্রণালি: ময়দা+চালের গুঁড়ো+মাসকলাই ডাল খাবার সোডা একত্রে মাখিয়ে সারারাত ভিজিয়ে রাখতে হবে। তারপর চুলায় তেল দিয়ে গোলানো ডোকে নজেলে চাপ দিয়ে ডুবো তেলে ভাজতে হবে। আগে থেকে চিনি দিয়ে সিরা করে রাখতে হবে। জিলাপি ভাজা হলে ঐ সিরার মধ্যে ডুবিয়ে রাখতে হবে ১০ মিনিট, তারপর গরম গরম জিলাপি পরিবেশন করুন।

এ সম্পর্কিত আরও পোস্ট

Leave a Comment