কাঁচা আমের ললি আইসক্রিম 

  • ওমেন্স কর্নার
  • মে ২৫, ২০২৩

এই সময়ে বানিয়ে ফেলতে পারেন টক-মিষ্টি ললি আইসক্রিম। খুব সহজে কাঁচা আম দিয়ে বানিয়ে ফেলা যায় এই আইসক্রিম। জেনে নিন কীভাবে বানাবেন।

উপকরণ:

কাঁচা আমের টুকরা ২ কাপ, লেবুর রস ১ চা-চামচ, লেবুর খোসার কুচি আধা চা-চামচ, খাবার রং (সবুজ) আধা চা-চামচ, পানি ২ কাপ, চিনি ১ কাপ, কর্ন ফ্লাওয়ার ১ টেবিল চামচ।

আরো পড়ুন: লাল চালের চা বানানোর উপায় ও উপকারিতা

প্রণালি:

কাঁচা আমের খোসা ও বিচি ফেলে টুকরা করে নিন। ২ কাপ পানিতে সেদ্ধ করে ব্লেন্ড করে নিন। বাকি সব উপকরণ দিয়ে চুলায় জ্বাল দিন। ঠান্ডা হলে আইসক্রিম ডাইসে ঢেলে ফ্রিজে জমিয়ে নিন।

এ সম্পর্কিত আরও পোস্ট

Leave a Comment