চিনির বদলে শরবত বানাতে কী ব্যবহার করবেন?
- ওমেন্স কর্নার
- মে ২৫, ২০২৩
বিশেষজ্ঞরা বলেন, সাদা চিনি বা প্রক্রিয়াজাত চিনি শরীরের জন্য ভীষণ ক্ষতিকর। সাদা চিনি খেলে মেদ বেড়ে যাওয়া, হৃদরোগ বা ডায়াবেটিসের ঝুঁকি বাড়ে। এমনকি ক্যানসারের মতো ব্যাধির ঝুঁকিও বাড়িয়ে তোলে ক্ষতিকর সাদা চিনি। শরবতে তাহলে চিনির বদলে কী ব্যবহার করবেন?
১। চিনির বদলে শরবত বানাতে পারেন গুড় দিয়ে। আজকাল গুড়ের পাউডারও পাওয়া যায় বাজারে। ব্যবহার করতে পারেন এগুলো। আখের গুড় কিংবা খেজুরের গুড়ের শরবত খেলে উপকারও মিলবে বেশ।
২। চিনির চমৎকার বিকল্প হতে পারে তাল মিছরি। পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রেখে লেবু মিশিয়ে খান মিছরির শরবত। পেট ঠান্ডা থাকবে।
আরো পড়ুন: গলায় মাছের কাঁটা বিঁধেছে? জেনে নিন ৫ সমাধান
৩। ব্রাউন সুগার বা আখের চিনি দিয়ে শরবত বানানো যায়।
৪। মধু মিশিয়ে বানাতে পারেন শরবত। তবে খুব বেশি পরিমাণে না মেশানোই ভালো।
৫। শরবতের বদলে স্মুদি ধরনের পানীয় যদি বানাতে চান তবে ব্যবহার করতে পারেন ম্যাপেল সিরাপ বা খেজুর।
সূত্র: banglatribune