মুরগির কোর্মা রেসিপি 

  • ওমেন্স কর্নার
  • জুন ৪, ২০২৩

আজ আপনাদের জন্য থাকছে মুরগির কোর্মা রেসিপি। 

উপকরণ:

মুরগির মাংস ১ কেজি, পেঁয়াজবাটা ১ টেবিল চামচ, পেঁয়াজকুচি ১ টেবিল চামচ, আদাবাটা ১ টেবিল চামচ, রসুনবাটা ১ চা-চামচ, এলাচ ৩-৪টি, দারুচিনি ২টি, তেজপাতা ২টি, তেল বা ঘি ১ টেবিল চামচ, চিনি ১ চা-চামচ, পেঁয়াজ বেরেস্তা ১ টেবিল চামচ, বাদামবাটা ১ টেবিল চামচ, লবণ স্বাদমতো, কাঁচা মরিচ ৪-৫টি, টক দই আধা কাপ।

আরো পড়ুন: বাচ্চার খাবারের অনীহা দূর করবে এই চিকেন রেসিপি

প্রণালি:

ঘিতে পেঁয়াজ ও সব বাটা মসলা কষিয়ে টুকরা করা মুরগির মাংস দিয়ে দিন। কয়েক মিনিট নেড়ে ফেটানো টক দই দিন। ১৫ মিনিট পর বাকি উপকরণগুলো দিয়ে দিন। মাংস সেদ্ধ হয়ে এলে কাঁচা মরিচ ও বেরেস্তা দিয়ে চুলা বন্ধ করে দিন।

এ সম্পর্কিত আরও পোস্ট

Leave a Comment