গরম ভাতের সঙ্গে রাখুন গরুর মাংসের ভর্তা

  • ওমেন্স কর্নার
  • জুন ৬, ২০২৩

গরুর মাংসের বিভিন্ন পদ কমবেশি সবাই খান। তবে কখনো কি গরুর মাংসের সুস্বাদু ভর্তা খেয়েছেন? যদি না খেয়ে থাকেন, তাহলে আজকেই তৈরি করুন।

দারুন মজার এই ভর্তা একবার খেলে মুখে লেগে থাকবে সব সময়। গরম ভাতের সঙ্গে দারুন মানিয়ে যায় এই ভর্তা। জেনে নিন রেসিপি-

উপকরণ:

১. গরুর মাংস ৩০০ গ্রাম
২. পেঁয়াজ কুচি আধা কাপ
৩. রসুন বাটা আধা চা চামচ
৪. আদা বাটা আধা চা চামচ
৫. লবণ পরিমাণমতো
৬. হলুদ গুঁড়া আধা চা চামুচ
৭. মরিচ গুঁড়া ১ চা চামচ

আরো পড়ুন: গরম ভাতের সাথে ‘কলার মোচা ভর্তা’র রেসিপি জেনে নিন 

৮. ধনিয়া গুঁড়া আধা চা চামচ
৯. গরম মসলা গুঁড়া আধা চা চামচ
১০. জিরার গুঁড়া আধা চা চামচ
১১. তেল ২ টেবিল চামচ
১২. টমেটো সস ১ টেবিল চামচ
১৩. পেঁয়াজ কুচি আধা কাপ
১৪. ধনেপাতা কুচি আধা কাপ
১৫. কাঁচা মরিচ ২-৩টি
১৬. শুকনো লাল মরিচ ২-৩টি
১৭. সরিষার তেল ১ টেবিল চামচ

পদ্ধতি:

মাংস সহ সব উপকরণ একসাথে করে মাখিয়ে অল্প পানি দিয়ে সেদ্ধ করে নিন। মাংস সেদ্ধ হয়ে পানি শুকিয়ে গেলে ব্লেন্ডারে ব্লেন্ড করে অথবা পাটায় মিহি করে পিষে নিতে হবে।

আরো পড়ুন: পোড়া বেগুনের ভর্তা তৈরি রেসিপি

এরপর সরিষার তেলে সব একসঙ্গে ভেজে নিন। ভাজা পেঁয়াজ, মরিচ, ধনেপাতা হাত দিয়ে ভালো করে মাখিয়ে সঙ্গে ব্লেন্ড করা মাংস দিয়ে আবারও ভালোভাবে মাখিয়ে নিতে হবে। তাহলেই তৈরি হয়ে যাবে গরুর মাংসের ভর্তা।
রেসিপি ও ছবি: ঝুমুর’স কিচেন


 

এ সম্পর্কিত আরও পোস্ট

Leave a Comment