বাড়িতে যেভাবে স্টেক রাঁধবেন 

  • ওমেন্স কর্নার
  • জুন ১৭, ২০২৩

স্টেক খেতে অনেকেই পছন্দ করেন। রেসিপি জানা থাকলে যে কোনো সময় বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। আজ তবে জেনে নিন রেসিপি:  

উপকরণ:

গরুর পাঁজরের অংশ ২টা, গোলমরিচের গুঁড়া ১ চা-চামচ, পাপরিকা ১ টেবিল চামচ, লেবুর রস ১ চা-চামচ, আদাবাটা আধা চা-চামচ, পেঁপেবাটা ১ চা-চামচ, টমেটো সস ১ টেবিল চামচ, তেল ১ টেবিল চামচ, তেঁতুলের পিউরি ১ টেবিল চামচ, বারবিকিউ সস ১ চা-চামচ।

 আরো পড়ুন:

গরুর মাংস নরম করুন সহজ উপায়ে
ফ্রিজ ছাড়াই মাংস সংরক্ষণের সহজ কিছু উপায়
ভুড়ি পরিষ্কারের সহজ কৌশল

প্রণালি:

মাংসের টুকরার সঙ্গে সব উপকরণ একসঙ্গে মেখে ঢেকে এক ঘণ্টা ফ্রিজে রেখে দিন। মাংসের টুকরা যদি বেশি মোটা হয়, সঙ্গে পেঁপে বেটে মেখে রাখুন। প্যান গরম করে স্টেক দিয়ে দিন। একপাশ না হওয়া পর্যন্ত নাড়বেন না। এবার উল্টে অন্য পাশ দিয়ে দিন। তিন থেকে চার মিনিট পর বাটিতে থেকে যাওয়া মেরিনেট করা মাংসের পানিটা স্টেকের ওপর দিয়ে দিন। দুই পাশ হয়ে গেলে চুলা থেকে নামিয়ে নিন। সঁতে করা সবজি, ম্যাশড পটেটো (আলুর মিহি ভর্তা) অথবা ভাজা আলুর (ফ্রেঞ্চ ফ্রাইয়ের) সঙ্গে পরিবেশন করুন।

এ সম্পর্কিত আরও পোস্ট

Leave a Comment