ইফতারে সহজেই বানিয়ে ফেলুন ফলের সালাদ
- কবিতা আক্তার
- মার্চ ১৭, ২০২৪
সারাদিন রোজা রেখে ইফতারে অনেকে ক্লান্ত হয়ে পড়েন। এক ক্লান্ত ভাব কমাতে সহজে বানিয়ে ফেলুন ফলের সালাদ।
চলুন জেনে নেওয়া যাক রেসিপি-
উপকরণ:
১. আপেল কিউব করে কাটা এক কাপ
২. পাকা আম কিউব করে কাটা এক কাপ
৩. আনারস কিউব করে কাটা এক কাপ
৪. স্ট্রবেরি কিউব করে কাটা এক কাপ
৫. কালো আঙুর আধা কাপ
৬. সবুজ আঙুর আধা কাপ
৭. পুদিনা পাতা কুচি ২ টেবিল চামচ
৮. লেবুর রস এক টেবিল চামচ
৯. সালাদ ড্রেসিং চার টেবিল চামচ
১০. মধু দুই টেবিল চামচ
১১. সাদা গোলমরিচের গুঁড়া এক চা চামচ।
আরো পড়ুনঃ কিডনির পাথর দূর করার ঘরোয়া উপায়
প্রস্তুত প্রণালী: সব ফল ও পুদিনা পাতা কুচি একসঙ্গে একটি বোলে সাজিয়ে নিন। এবার সালাদ ড্রেসিং এর সঙ্গে বাকি উপকরণ মিলিয়া ফলের ওপর দিয়ে পরিবেশন করুন