চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়ার রেসিপি 

  • ওমেন্স কর্নার
  • মার্চ ৩০, ২০২৪

চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়া খেতে অনেকেই ভালোবাসে। আজ থাকছে চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়ার রেসিপি - 

উপকরণ:

১ টা ছোট সাইজের চালকুমড়া
1/2 কাপ মিডিয়াম সাইজের চিংড়ি মাছ
1/2 কাপ পেঁয়াজ কুচি
৫/৬ টা কাঁচা মরিচ
1/2 চামচ হলুদ গুঁড়া
1/2 চামচ শুকনা মরিচ গুঁডা
১ চা চামচ আদা বাটা
১ চা চামচ রসুন বাটা
পরিমাণ মতো লবণ
পরিমাণ মতো সাদা তেল।
আরো পড়ুন:
ডিমের তরকারি সুস্বাদু করার জন্য এই টিপসগুলো মানুন 
সবজির সাদা কোরমা রেসিপি 
ডিম বেগুনের তরকারি রেসিপি 

প্রণালী:

প্রথমে চালকুমড়া ছিলে ছোট ছোট টুকরা করে কেটে নিতে হবে। চিংড়ি মাছ গুলো বেঁছে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। একটা কড়াইতে তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ ও কাঁচা মরিচ দিয়ে পেঁয়াজগুলো হালকা বাদামি করে ভাজতে হবে। পেঁয়াজ বাদামি কালার হয়ে গেলে তার মধ্যে চিংড়ি মাছ দিয়ে একটু ভাজতে হবে।

তারপর তার মধ্যে একে একে সব মশলা দিয়ে কষাতে হবে। মশলা কষানো হয়ে গেলে তার মধ্যে চাল কুমড়ো দিয়ে আবার কিছুক্ষণ কষাতে হবে। কষানো হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে সেদ্ধ করতে হবে। ঝোলটা মাখামাখা হয়ে গেলে নামিয়ে পরিবেশন করতে হবে।

পোস্ট ক্রেডিট: Cookpad
ছবি: ইউটিউব 

এ সম্পর্কিত আরও পোস্ট

Leave a Comment