৩ রকমের নারকেল পানির আইস রেসিপি
- ওমেন্স কর্নার
- এপ্রিল ২, ২০২৪
ডাবের পানি খেতে আমরা সকলে পছন্দ করি। আজ জেনে নিন ৩ রকমের নারকেল পানির আইস রেসিপি -
উপকরণ:
-
দেড় কাপ নারকেল এর পানি
-
চিনি
-
2 চা চামচ গুরা দুধ
-
2 ফোটা সবুজ ফুড কালার
আরো পড়ুন:
কুলফি বানাতে এই উপকরণটি কখনো ব্যবহার করেছেন?
সর্দি ও গলাব্যথা কমাবে এই চা
সহজেই বানিয়ে ফেলুন স্পাইসি লেমোনেড
প্রণালী:
- প্রথমে নারকেল পানিতে চিনি মিশিয়ে নিন। তারপর আইস বক্সে ঢেলে দিন।
- বাকি পানির অর্ধেকটাতে গুঁড়ো দুধ মিশিয়ে আইস বক্সে ঢেলে দিন।
- বাকি পানিতে কালার মিশিয়ে নিয়ে আইস বক্সে ঢেলে ডিপ ফ্রিজে রেখে দিন ১০-১২ ঘন্টা। হয়ে গেলো আইসক্রিম।