চাল কুমড়া দিয়ে মুগ ডাল রেসিপি

  • ওমেন্স কর্নার
  • এপ্রিল ১০, ২০২৪

মুগ ডাল এবং চাল কুমড়ো খেতে অনেকেই পছন্দ করেন। আজ দেখে নিন চাল কুমড়া দিয়ে মুগ ডাল রেসিপি-

উপকরণ:

১ কাপ মুগ ডাল
টুকরো করা  ২কাপ চালকুমড়া
১চা চামচ লবণ
১/৪ চা চামচ হলুদ গুড়ো
১/২ চা চামচ জিরে গুড়ো
ফালি ৪টি কাঁচা মরিচ
১টি শুকনো মরিচ
১চা চামচ পাঁচ ফোঁড়ন
১টি তেজপাতা
১চা চামচ আদা ছেঁচা
২টেবিল চামচ তেল। 
আরো পড়ুন:
উপকারী ৩টি শাক সম্পর্কে জেনে নিন
সয়াবিনের কোফতা কারি তৈরীর রেসিপি 
মুগডালে মিক্স সবজি কারি তৈরীর রেসিপি 

প্রণালী:

মুগ ডাল ভেজে ধুয়ে লবণ দিয়ে সিদ্ধ করে ঘুটে হলুদ ও চালকুমড়া দিয়ে সিদ্ধ করতে হবে। প্যানে তেল গরম হলে পাঁচ ফোঁড়ন শুকনো মরিচ তেজপাতা ও আদা ছেঁচা দিয়ে নাড়াচাড়া করে এর মধ্যে ডাল ঢেলে দিতে হবে এবং ফুটে উঠলে জিরে গুড়ো ছড়িয়ে ফুটে উঠলে নামিয়ে নিতে হবে।

পোস্ট ক্রেডিট: Cookpad
ছবি: Youtube

এ সম্পর্কিত আরও পোস্ট

Leave a Comment