তেল ছাড়া ঢেঁড়স ভাজি রেসিপি
- ওমেন্স কর্নার
- এপ্রিল ২৪, ২০২৪
আজ আপনাদের জন্য থাকছে তেল ছাড়া ঢেঁড়স ভাজি রেসিপি। জেনে নিন রেসিপি -
উপকরণ:
ঢেঁড়স ৫০০ গ্রাম, টক দই ২ টেবিল চামচ, পেঁয়াজ কুচি ৩ টেবিল চামচ, হলুদ গুঁড়া ১ চিমটি, শুকনা মরিচ ২টি, পাঁচফোড়ন গুঁড়া আধা চা চামচ, লবণ স্বাদমতো।
আরো পড়ুন:
গরমে খান টক ডাল। রইলো রেসিপি
শুক্তো রেসিপি
গরমে স্বাদ বদলাতে খান কাঁচা আমের সুস্বাদু ৫ পদ
আলু পটলের ডালের সহজ রেসিপি
যেভাবে তৈরি করবেন:
১. ঢেঁড়সের সঙ্গে সব উপকরণ মিশিয়ে অল্প পানি দিয়ে ঢেকে ননস্টিক পাত্রে অল্প আঁচে রান্না করে নিন।
২. হালকা নাড়তে হবে। ঢেঁড়স সিদ্ধ হলে নামিয়ে পরিবেশন করুন।