লাউ কুমড়ো বড়ি ঘন্ট রেসিপি
- ওমেন্স কর্নার
- এপ্রিল ২৮, ২০২৪
আজ আপনাদের জন্য থাকছে লাউ কুমড়ো বড়ি ঘন্ট রেসিপি। দেখে নিন রেসিপি -
উপকরণ:
- ১ টি গোটা লাউ কুচি করা
- একফালি বড় সাইজের কুমড়ো (ডুমো করে কাটা)
- ৬-৭ টা ডালের বড়ি
- ১ চা চামচ রাঁধুনি, জিরে
- ১ চা চামচ কাঁচালঙ্কা কুচি
- ১ চা চামচ হলুদগুঁড়ো
- ৩-৪ টেবিল চামচ নারকেল কোরা
- স্বাদ অনুযায়ী নুন-চিনি
- প্রয়োজন অনুযায়ী তেল।
আরো পড়ুন:
তেল ছাড়া ঢেঁড়স ভাজি রেসিপি
সরিষায় চালকুমড়া রেসিপি
দুধ পটল রেসিপি
প্রণালী:
কড়ায় তেল গরম করে ডালের বড়িগুলো ভেজে তুলে রাখুন। এবার ওই তেলেই রাধুনি ও জিরে, কাঁচা লঙ্কা ফোড়ন দিন। এতে কুচি করে কেটে রাখা লাউ দিয়ে ভালো করে নাড়ুন। এবার এতে ডুমো করে কাটা কুমড়ো দিয়ে নুন ও হলুদ দিয়ে ফের নেড়ে ঢেকে দিন। বেশি ঘাটবেন না এতে লাউ-কুমড়ো দুটোই গলে গিয়ে একসা হবে! মিনিট পাঁচেক বাদে ঢাকা তুলে দেখুন জল ছাড়ছে কিনা। চেরা কাঁচালঙ্কা দিয়ে ফের একবার নেড়ে ঢেকে দিয়ে ঢিমে আঁচে রান্না করুন। নামানোর আগে বড়িভাজা ছড়িয়ে ভালো করে মিশিয়ে করে ঘন্টর সঙ্গে মিশিয়ে নিন। এবার উপর থেকে নারকেল কোড়া ছড়িয়ে দিন। ব্যস, তৈরি লাউ-কুমড়োর ঘণ্ট।