ডাল দিয়ে ডিম রান্না রেসিপি 

  • ওমেন্স কর্নার
  • মে ৭, ২০২৪

ডাল দিয়ে মজাদার ডিম রান্না করে ফেলতে পারেন। আইটেমটি সাদা ভাত কিংবা খিচুড়ির সঙ্গে খেতে দারুণ। রান্না করাও বেশ সহজ। জেনে নিন রেসিপি।

পৌনে এক কাপ মসুর ডাল ও আধা কাপ মুগ ডাল একসঙ্গে মিশিয়ে ধুয়ে নিন ভালো করে। এক লিটার পানি দিয়ে সেদ্ধ করে নিন ডাল। একদম গলিয়ে ফেলবেন না। মোটামুটি সেদ্ধ হয়ে গেলে আধা চা চামচ হলুদের গুঁড়া, স্বাদ মতো মরিচের গুঁড়া, আধা চা চামচ ধনিয়ার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া আধা আচা চামচ, ১ চা চামচ আদা-রসুন বাটা ও স্বাদ মতো লবণ দিয়ে নেড়ে নিন। ১ মুঠো পেঁয়াজ কুচি ও দুটি টমেটো টুকরো করে দিন। আরও কিছুটা পানি দিয়ে ২০ মিনিট রান্না করুন। কাঁচা মরিচ ফেড়ে দিয়ে দিন। আধা চা চামচ গরম মসলার গুঁড়া দিন। 

আরো পড়ুন: 
জিভে জল আনবে ডিমের কোরমা
সয়াবিনের কোফতা কারি তৈরীর রেসিপি 
ডিমের শাহি কোরমা তৈরীর রেসিপি 
পটলের সুস্বাদু রান্নার রেসিপি 

ডাল বাগাড় দেওয়ার জন্য প্যানে তেল গরম করে আধা কাপ পেঁয়াজ কুচি দিন। আধা চা চামচ মরিচের গুঁড়া দিয়ে নাড়ুন। দুটি সেদ্ধ ডিম মাঝখান থেকে কেটে দিয়ে দিন। পেঁয়াজের সাথে ভাজা ভাজা করুন ডিম। ডালের মধ্যে পেঁয়াজ ও ডিমের মিশ্রণ দিয়ে দিন। নেড়েচেড়ে নামিয়ে নিন। 

রেসিপি ক্রেডিট: banglatribune

এ সম্পর্কিত আরও পোস্ট

Leave a Comment