সুপার শপে কেনাকাটায় টাকা সাশ্রয় করার ৬ স্মার্ট উপায়
- ওমেন্স কর্নার
- মে ৭, ২০২৪
মাসে একটা বড় অংকের টাকা চলে যায় মুদির দোকানে বা সুপার শপে কেনাকাটা করতে। আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস যেমন ডিম, দুধ, চিনি এগুলো কিনতে হয় নিয়মিত। বুদ্ধি করে গ্রোসারি কেনাকাটা করতে পারলে খরচ সাশ্রয় করা সম্ভব অনেকটাই। জেনে নিন টিপস।
- শুরুতেই পরিকল্পনা করে নিন। যদিও কোন খাবার কী পরিমাণে লাগবে সেটা পরিমাপ করা কঠিন, কিন্তু পরিকল্পনা করতে পারলে অর্থ বাঁচাবে অনেকটাই। গ্রোসারি কেনাকাটার তালিকা তৈরি করে সেই অনুযায়ী কিনুন। আপনাকে প্ররোচনামূলক কেনাকাটা এড়াতে সহায়তা করবে এটি।
- ডায়েটে ভিটামিন, খনিজ, ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট রাখা জরুরি। এগুলোর জন্য ফল খাওয়া চাই নিয়মিত। তবে দেশি ফল খেয়েও পুষ্টির চাহিদা মেটানো সম্ভব। তাই দামি ফলের বদলে দেশি ফল কিনুন।
আরো রেসিপি:
কমলালেবুর খোসায় দূর হবে চিটচিটে ময়লা
ডিমের খোসা ফেলে দেন? ডিমের খোসার আশ্চর্য ব্যবহার জানুন
আপনার পরিবারের স্বাদ বদলাতে বানান আইসক্রিম ব্রেড
আলু সেদ্ধ করুন সহজ উপায়ে
- সুপার শপগুলোতে নানা ধরনের ছাড় থাকে। এগুলো চলাকালীন কেনাকাটার চেষ্টা করুন। অনলাইনে কেনাকাটা করলে অর্ডারে ভার্চুয়াল কুপন যোগ করার চেষ্টা করুন।
- ইউনিটের দাম দেখে কেনাকাটা করতে পারেন। যে জিনিসগুলো নিয়মিত প্রয়োজন হয় সেটা ছোট প্যাকেটে না কিনে একবারে বড় প্যাকেট কিনুন। এতে অর্থ সাশ্রয় হবে।
- মাংস এবং সামুদ্রিক খাবারের মতো প্রোটিন-সমৃদ্ধ খাবারগুলো মোটামুটি ব্যয়বহুল। এগুলোর পাশাপাশি তাই উদ্ভিজ্জ প্রোটিন রাখতে পারেন ডায়েটে।
- সবকিছুর বেশি কেনা বুদ্ধিমান কাজ নয়, তবে অর্থ সাশ্রয়ের জন্য কিছু জিনিস বেশি পরিমাণে কিনতে পারেন। অনেক পরিমাণে কিনলে বেশ বড় অংশের ছাড় পাওয়া যায় মাঝেমধ্যেই। আবার এগুলো নিত্যদিন প্রয়োজনও পড়ে।