এই ৫টি টিপস মানলে হালুয়া স্বাস্থ্যকর হবে
- ওমেন্স কর্নার
- মে ৯, ২০২৪
আমরা সবাই জানি যে হালুয়াতে প্রচুর পরিমাণে ক্যালোরি রয়েছে। তবে হালুয়া তৈরিতে ব্যবহৃত উপাদানগুলোর প্রতি একটু সচেতন হলে হালুয়া হতে পারে স্বাস্থ্যকর। জেনে নিন হালুয়া স্বাস্থ্যকর করার কিছু টিপস সম্পর্কে।
- হালুয়া তৈরির প্রধান উপকরণ হিসেবে ব্যবহার করতে পারেন ওটস বা অন্য যে কোনও শস্য ধরনের খাবার। উচ্চ ফাইবার রয়েছে এগুলোতে। ডাল বা সবজি দিয়ে তৈরি করতে পারেন হালুয়া। এতে স্বাস্থ্যকর হবে খাবারটি।
- হালুয়া তৈরিতে চিনির পরিমাণ কমিয়ে দেওয়া একটি দুর্দান্ত আয়ডিয়া। আরও স্বাস্থ্যকর করতে প্রাকৃতিক মিষ্টি যেমন নারকেল চিনি, খেজুর বা গুড় ব্যবহার করতে পারেন।
আরো পড়ুন:
ভ্যানিলা কাপকেক তৈরির রেসিপি
সুজির কাটলি তৈরির রেসিপি
দুধের রসে সেমাইয়ের বল রেসিপি
সেমাই পুরে লবঙ্গ লতিকা পিঠার রেসিপি
- বাদাম যে কোনও খাবারের স্বাদ বাড়িয়ে দেয় অনেক গুণ। হালুয়াতে বাদাম দিন বেশি করে। এগুলো পুষ্টি যোগ করার পাশাপাশি বাড়াবে হালুয়ার স্বাদও। পেস্তা, আখরোট এবং কাজু বাদাম ব্যবহার করতে পারেন হালুয়ায়।
- ঘি নিজে থেকে অস্বাস্থ্যকর নয়, তবে এটি বেশি খাওয়া আমাদের স্বাস্থ্যের জন্য ভালো নয়। হালুয়াতে ঘিয়ের পরিমাণ নিয়ন্ত্রণ করুন। যতটা প্রয়োজন ততটুকু যোগ করুন ঘি। ঘি পুরোপুরি বাদ দিয়ে স্বাস্থ্যকর চর্বি যেমন নারকেল তেল বা জলপাই তেল ব্যবহার করতে পারেন হালুয়ায়।
- কিছু হালুয়ার রেসিপিতে দুধও অন্তর্ভুক্ত থাকে। এসব ক্ষেত্রে ফুটফ্যাট দুধের বদলে কম চর্বিযুক্ত দুধ ব্যবহার করুন। এতে হালুয়া সমৃদ্ধ এবং ক্রিমযুক্ত হবে, তবে কম ক্যালোরিসহ।
তথ্যসূত্র: এনডিটিভি